পাঁচ শিক্ষার্থীকে বৃত্তি দেবে পুচির মা

কনটেন্ট ক্রিয়েটর পুচির মা ও তার পরিবার
কনটেন্ট ক্রিয়েটর পুচির মা ও তার পরিবার  © সংগৃহীত

পাঁচ শিক্ষার্থীকে বৃত্তি দেবে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ‘পুচির মা’। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ ভেরিফায়েড আইডিতে এ তথ্য জানান তিনি। ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘দুঃস্থ ও গরীব শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। আমি এই বছর ৫ জন দুঃস্থ ও গরীব শিক্ষার্থীদেরকে পড়ালেখার জন্য মোট ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা দিবো। প্রতি শিক্ষার্থীকে ২০ হাজার টাকা করে দেয়া হবে।’

কে কে আবেদন করতে পারবে জানিয়ে পুচির মা বলেন, ‘সাধারণ শিক্ষার্থী, মাদ্রাসা থেকে, আদিবাসী যে কেউ আবেদন করতে পারবেন জানিয়ে তিনি বলেন, ‘যাচাই-বাছাই করে আমরা লটারির মাধ্যমে ৫ জন শিক্ষার্থীকে সিলেক্ট করবো। যাকে বৃত্তি দেয়া হবে তাকে নিয়ে কোন ভিডিও করা হবে না।’

আবেদন পদ্ধতি

এ ইমেইলে tapashi.en@gmail.com আবেদন করতে হবে। 

ইমেইলে যা সংযুক্ত করতে হবে

শিক্ষার বিস্তারিত লিখে CV

স্কুল বা কলেজের প্রধান শিক্ষক বা প্রিন্সিপালের স্বাক্ষরিত অনুমতিপত্র বা বেতন রিসিট (আপনি যে শিক্ষার্থী তার প্রমাণ হিসেবে)।

অভিভাবকের পেশা ও পরিবারের আর্থিক অবস্থা উল্লেখ করতে হবে।

এ ছাড়া কোন ডকুমেন্ট দরকার হলে পরবর্তী ইমেইলে জানানো হবে।

আবেদনের সময়সীমা

ফেব্রুয়ারি ২৮ তারিখ, ২০২৫


সর্বশেষ সংবাদ