ব্রুনাই দারুসসালাম বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ, মাসে থাকছে ৪৩ হাজার টাকা

শিক্ষার্থী
শিক্ষার্থী  © সংগৃহীত

বিনামূল্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পিএইচডি প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে ব্রুনাইয়ের দারুস সালাম বিশ্ববিদ্যালয়। ‘ইউবিডি গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ (ইউজিআরএস)’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য সকল দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ১৪ জুলাই পর্যন্ত।

দারুস সালাম বিশ্ববিদ্যালয় ১৯৮৫ সালে ব্রুনাইয়ের বন্দর সেরি বেগাওয়ানে প্রতিষ্ঠিত হয়। এটি দেশটির সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়। গবেষণার মানে সারা বিশ্বে কিউএস র‌্যাংকিংয়ে ৩২৩ তম স্থানে রয়েছে।

সুযোগ-সুবিধাসমূহ
* সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
* প্রতিমাসে শিক্ষার্থীদের ৫০০ ব্রুনাই ডলার (বাংলাদেশী টাকায় প্রায় ৪৩ হাজার ৬১০ টাকা) প্রদান করা হবে। 
* ক্যাম্পাসে বিনা খরচে আবাসন সুবিধা প্রদান করা হবে।
* বিমানে আসা-যাওয়ার খরচ।
* গবেষণার জন্য আলাদা ভাতা প্রদান করা হবে।
* বার্ষিক বই ভাতা প্রদান করা হবে।
* প্রতিমাসে খাবার ভাতা প্রদান করা হবে।

ব্রুনাই দারুসসালাম বিশ্ববিদ্যালয়

আবেদনের যোগ্যতা
* স্নাতকোত্তর বা সমমানসহ আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। 
* আবেদনকৃত প্রোগ্রামের দেয়া প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করতে হবে। 
* ডিগ্রী অর্জন শেষে নিজ দেশে ফেরত আসতে হবে।

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষায় আপনার গন্তব্য হতে পারে যে পাঁচ দেশ

প্রয়োজনী নথিপত্র
* আবেদনকারীর সিভি।
* আবেদনকারীর পাসপোর্ট
* রেফারেন্স লেটার।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* স্টেটমেন্ট অব পারপাজ।
* রিসার্চ প্রপোজাল।

আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে ক্লিক করুন 

 

সর্বশেষ সংবাদ