উচ্চশিক্ষায় অস্ট্রেলিয়ার ৪ স্কলারশিপ

উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে অন্যতম পছন্দের গন্তব্য অস্ট্রেলিয়া
উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে অন্যতম পছন্দের গন্তব্য অস্ট্রেলিয়া  © সংগৃহীত

ওশেনিয়া মহাদেশের দ্বীপদেশ অস্ট্রেলিয়া। উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে অন্যতম পছন্দের গন্তব্য অস্ট্রেলিয়া। দেশটিতে বর্তমানে বিপুল সংখ্যক শিক্ষার্থী পড়ালেখা করছেন। দেশটির ক্যানবেরা, মেলবোর্ন, সিডনি, ব্রিসবেন, অ্যাডিলেড, পার্থ শহরে রয়েছে বিশ্বের প্রথম সারির অনেক শিক্ষাপ্রতিষ্ঠান। 

অস্ট্রেলিয়ায় যেমন নানা বিষয়ে পড়ার সুযোগ আছে, তেমনি রয়েছে নানা ধরনের স্কলারশিপ। তাই অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছেন বাংলাদেশের বহু শিক্ষার্থী। আজ আমরা অস্ট্রেলিয়ার সেরা চারটি স্কলারশিপ সম্পর্কে জানবো। 

(১) অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডসঃ- 
অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ (এএএস) প্রোগ্রামটি উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য। দেশটির সরকার এ বৃত্তির জন্য অনুদান প্রদান করে। নেতৃত্বের গুণাবলি রয়েছে এবং পরিবর্তনে আগ্রহী শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। প্রোগ্রামটি এমন শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে, যারা তাঁদের দেশে ফিরে যেতে এবং স্নাতক হওয়ার পরে তাঁদের জাতির উন্নয়নে অবদানের জন্য দক্ষতা এবং জ্ঞান ব্যবহার করতে চান।

(২) ডেস্টিনেশন অস্ট্রেলিয়াঃ- 
ডেস্টিনেশন অস্ট্রেলিয়া প্রোগ্রাম (ডিএপি) হলো একটি অস্ট্রেলিয়ান সরকারি প্রোগ্রাম, যা অস্ট্রেলিয়ায় পড়াশোনার জন্য দেশীয় এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে। বৃত্তিগুলো অস্ট্রেলিয়াজুড়ে আঞ্চলিক ক্যাম্পাসগুলোতে ডক্টরেট (যেমন পিএইচডি) কোর্সের চার বছরের সার্টিফিকেটের জন্য অর্থায়ন করে থাকে।  এর মানে হলো অস্ট্রেলিয়ার বড় শহরগুলোর বাইরে যেকোনো শহরে অবস্থানের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

New Project - 2023-11-07T152227-471

(৩) অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট রিসার্চ ট্রেনিং প্রোগ্রামঃ- 
অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম (আরটিপি) দেশীয় এবং আন্তর্জাতিক ডক্টরেট এবং রিসার্চ মাস্টার্স স্তরের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে। এই বৃত্তির আবেদনগুলো সরাসরি অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হয়। বিশ্ববিদ্যালয়গুলোই আরটিপি আবেদন, নির্বাচন এবং অফারপ্রক্রিয়া পরিচালনার করে থাকে।

আরও পড়ুন: ছাত্রীদের স্কলারশিপ দিচ্ছে অস্ট্রিয়ার বিশ্ববিদ্যালয়, আবেদন শেষ ৩০ নভেম্বর

(৪) ম্যাককুয়ারি ইউনিভার্সিটি স্কলারশিপঃ- 
এ বৃত্তিটি পেলে শিক্ষার্থীদের ম্যাককুয়ারি ইউনিভার্সিটি নর্থ রাইড ক্যাম্পাসে স্নাতক বা স্নাতক প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে। বৃত্তিটি ১০ হাজার ডলার পর্যন্ত টিউশন খরচের একটি অংশ প্রদান করবে। তবে আবেদনকারী শিক্ষার্থীদের পড়াশোনা একটু ব্যতিক্রমী হতে হবে।


সর্বশেষ সংবাদ