ইউরোপীয় পার্লামেন্ট ট্রেইনিশিপ, নেই বয়সের বাধা

ইউরোপীয় ইউনিয়ন
ইউরোপীয় ইউনিয়ন  © সংগৃহীত

আন্তর্জাতিক এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য ব্রাসেলস বা লুক্সেমবার্গে ৫ মাস মেয়াদি প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট। "ইউরোপীয় পার্লামেন্ট ট্রেইনিশিপ ২০২৪" এর আওতায় নির্বাচিতদের এই ট্রেইনিশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর ২০২৩। 

সুযোগ-সুবিধা—
* ভ্রমণ ভাতা প্রদান করবে। 
* জীবনযাত্রার ব্যয় মেটাতে মাসিক বৃত্তি প্রদান 
  করবে। 
* প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বাসস্থান সুবিধা.  
  প্রদান করবে। 

প্রশিক্ষণের বিষয়সমূহ—
• যোগাযোগ। 
• আইন।
• বহুভাষা।
• আন্তর্জাতিক সম্পর্ক।
• প্রশাসন।
• অবকাঠামো ও লজিস্টিকস।
• ইইউ অভ্যন্তরীণ নীতি।
• আইটি।
• মানবসম্পদ।
এই বিষয়গুলো ছাড়াও আরও অনেক বিষয়ে প্রশিক্ষণের সুযোগ আছে।

আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে ফ্রান্সে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ

আবেদনের যোগ্যতাসমূহ—
*  আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর হতে 
    হবে। বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা নেই।
*  ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশের 
   শিক্ষার্থী বা যেকোনো দেশের নাগরিক হতে 
  হবে।
* কমপক্ষে বিশ্ববিদ্যালয় পর্যায়ে তিন বছরের 
  স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 

ইইউর বাইরের নাগরিকদের জন্য করণীয়:
প্রশিক্ষণের জন্য নির্বাচিত হলে, আপনাকে ভিসা, বসবাসের অনুমতি এবং প্রয়োজনীয় ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে। ইউরোপীয় পার্লামেন্ট এসব ক্ষেত্রে কোনো ব্যয় বহন করবে না। ইউরোপীয় পার্লামেন্ট শুধু সীমিত ভ্রমণ ভাতা, মাসে বৃত্তিসহ কিছু ভাতা দেবে। 

প্রয়োজনীয় নথিপত্র—
* বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনার সনদ।
* পাসপোর্ট ও পরিচয়পত্রের কপি।
* সর্বশেষ ছয় মাস আগের অপরাধমূলক রেকর্ডের একটি অনুলিপি, থানা থেকে নিতে হবে। 

আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.europarl.europa.eu/at-your-service/en/work-with-us/traineeships


সর্বশেষ সংবাদ