মুহাম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটিতে ফুল-ফ্রি স্কলারশিপ, ভিসাও বিনামূল্যে

মুহাম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটিতে ফুল-ফ্রি স্কলারশিপ
মুহাম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটিতে ফুল-ফ্রি স্কলারশিপ  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে আবুধাবির মুহাম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটি অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীদের প্রসিদ্ধ বিজ্ঞানী ও গবেষকদের অধীনে পড়াশোনা করার সুযোগ প্রদান করা হবে। আবেদনের শেষ সময় ৩০ এপ্রিল, ২০২৩।

মুহাম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটি অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ২০১৯ সালে প্রতিষ্ঠিত একটি গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়। এটি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণাভিত্তিক কাজ করার জন্য প্রতিষ্ঠিত বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়। উক্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে কম্পিউটার ভীষণ, মেশিন লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বিষয়ে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ প্রদান করা হয়ে থাকে। 

সুযোগ-সুবিধা
* সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করবে । 
* আবাসন-ব্যবস্থা ও স্বাস্থ্য-বিমা প্রদান করবে। 
* বিনামূল্যে ভিসা  প্রদান করবে। 
* জীবনযাত্রার খরচ হিসেবে স্নাতকোত্তরে জন্য ৮০০ এবং পিএইচডির জন্য ১০০০ দিরহাম প্রদান। 
* আবেদনকারী যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে ক্যাম্পাসের বাইরে থাকার জন্য অতিরিক্ত ৫০০০ দিরহাম দেওয়া হবে। 

আবেদনের যোগ্যতা
* স্নাতকোত্তরে আবেদনের জন্য স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং ৩.২ সিজিপিএ থাকতে হবে।
* পিএইচডি ডিগ্রির জন্য  অবশ্যই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
* পিএইচডি ডিগ্রির জন্য স্নাতক ও স্নাতকোত্তরে উভয় শ্রেণিতেই ন্যূনতম সিজিপিএ ৩.২ থাকতে হবে।
* ইংরেজি ভাষার দক্ষ হতে হবে। আইইএলটিএস স্কোর ন্যূনতম ৬, ইএমস্যাট ইংরেজি স্কোর ন্যূনতম ১৫৫০, আইবিটি টোফেল স্কোর ন্যূনতম ৯০ থাকতে হবে।
* স্নাতকোত্তরে আবেদনের জন্য জিআরই স্কোর বাধ্যতামূলক নয়, তবে সেটা থাকলে ভালো মূল্যায়ন পাওয়া যাবে। শুধু স্নাতক করে পিএইচডিতে আবেদন করতে চাইলে জিআরই স্কোর বাধ্যতামূলক। এ ক্ষেত্রে ভারবাল রিজনিংয়ে ১৫০, কোয়ান্টিটিভ রিজনিং ১৫০ ও অ্যানালিটিক্যাল রাইটিংয়ে ৩.০০ থাকতে হবে।
* এন্ট্রি টেস্টে ভালো ফলাফল করতে হবে। 

আরও পড়ুন: ছাত্রীদের ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে অস্ট্রিয়ার বিশ্ববিদ্যালয়, সঙ্গে থাকছে ৭ লাখ টাকা

MBZUAIOrientationGroup-1600x1006

প্রয়োজনীয় কাগজপত্র
* অনলাইন অ্যাপ্লিকেশন ফরম।
* পাসপোর্ট ও সিভি। 
* সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজ ছবি। 
* ৮০০ শব্দের স্টেটমেন্ট অব পারপাস। 
* ন্যূনতম দুটি রেকমেন্ডেশন লেটার। 
* কাজের অভিজ্ঞতা।
* রিসার্চ পাবলিকেশন।
* এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজ। 

আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে হবে।  

অবেদন করতে ক্লিক করুন https://apply.mbzuai.ac.ae/OnlineApplication

বিস্তারিত জানতে ক্লিক করুন https://mbzuai.ac.ae/study/admission-process/


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence