কৃষি গুচ্ছে ফল পুনর্নিরীক্ষার সুযোগ পাবেন ভর্তিচ্ছুরা

লোগো
লোগো  © ফাইল ফটো

গুচ্ছভুক্ত সরকারি সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ের ফল পুনর্নিরীক্ষার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। যারা ফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তাদের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির চেয়ারম্যান বরাবর আবেদন করতে হবে। এজন্য ভর্তিচ্ছুদের এক হাজার টাকা ফি জমা দিতে হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বুধবার কৃষি গুচ্ছের ফল প্রকাশ করা হয়। এর পরপরই শিক্ষার্থীরা ফলে অসঙ্গতির অভিযোগ তোলেন। শিক্ষার্থীদের অভিযোগ আমলে নিয়ে ফল পুনর্নিরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে আয়োজক কমিটি। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

সূত্র আরও জানায়, আগামী শনিবার (৪ ডিসেম্বর) পর্যন্ত শিক্ষার্থীরা ফল পুনর্নিরীক্ষার আবেদনের সুযোগ পাবেন। এজন্য ভর্তিচ্ছুদের পরীক্ষা কমিটির চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া বরাবর আবেদন করতে হবে। অনলাইনেও আবেদন করা যাবে। আর পুনর্নিরীক্ষার ফি ওয়েবসাইটে দেওয়া বিকাশ নম্বরে পরিশোধ করতে হবে।

আরও পড়ুন: পরীক্ষা না দিয়েও মেধা তালিকায় থাকার অভিযোগ

এ প্রসঙ্গে জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, যে সকল শিক্ষার্থীর ফল নিয়ে সমস্যা আছে তারা এক হাজার টাকা ফি পরিশোধ করে আবেদন করুক। আবেদন ফি পরিশোধের পর শিক্ষার্থীদের আমাদের ক্যাম্পাসে আসতে হবে। এরপর আমরা তাদের ওএমআর শিট দেখিয়ে দেব।

সামগ্রিক ফল নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ প্রসঙ্গে তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষায় যারা কম নম্বর পায় তারাই সব সময় ফল নিয়ে অভিযোগ তোলেন। ফল নিয়ে শিক্ষার্থীদের অসঙ্গতির অভিযোগ সঠিক নয়। তিনটি বিশ্ববিদ্যালয়ের আইসিটি টিম একত্রিত হয়ে ফল তৈরি করেছে। এখানে ভুল হওয়ার সম্ভাবনা নেই।


সর্বশেষ সংবাদ