মেরিটাইম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

মেরিটাইম ইউনিভার্সিটি
মেরিটাইম ইউনিভার্সিটি  © লোগো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সংশ্লিষ্ট ওয়বসাইটে এ মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে।  

প্রকাশিত ফলাফলে দেখা যায়, মেরিটাইম গভর্নেন্স এন্ড পলিসি অনুষদে প্রথম স্থান অর্জন করেছেন মো. জিহাদ প্রামানিক, দ্বিতীয় স্থান অর্জন করেছেন সাইমুন শহীদ লিয়াম‌, তৃতীয় স্থান অর্জন করেছেন শ্রী দেবাশীষ বিশ্বাস। 

শিপিং অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন শামস শাবাহ আল ইসলাম, দ্বিতীয় স্থান অর্জন করেছেন আরীব জাওয়াদ, তৃতীয় স্থান অর্জন করেছেন সৈয়দ ফারহান তাহরীম। 

এছাড়াও আর্থ এন্ড ওশান সাইন্সে প্রথম স্থান অর্জন করেছেন তানজিলা হক, দ্বিতীয় স্থান অর্জন করেছেন সৌমিক মন্ডল, তৃতীয় স্থান অর্জন করেছেন রাফাত সুলতানা আফরা। ইঞ্জিনিয়ারিং এন্ড অফশোর টেকনোলজি অনুষদে প্রথম স্থান অর্জন করেছেন প্রত্যয় সাহা, দ্বিতীয় স্থান অর্জন করেছেন দীপিতা চক্রবর্তী, তৃতীয় স্থান অর্জন করেছেন বিক্রম রায় উৎস। 

বিশ্ববিদ্যালয়ের মোট ২০০ আসনের জন্য মেরিটাইম গভর্ন্যান্স এন্ড পলিসি অনুষদে ৪০ জন, শিপিং এ্যাডমিনিস্ট্রেশন অনুষদে ৪০ জন, আর্থ এন্ড ওশান সায়েন্স অনুষদে ৮০ জন এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদে ৪০ জনকে নিয়ে ভর্তির মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এরমধ্যে আর্থ এন্ড ওশান সায়েন্স অনুষদের ওশান সায়েন্স বিভাগে ৪০ ও মেরিন ফিশারিজ বিভাগে ৪০টি আসন রয়েছে।

মেরিট লিস্ট অনুযায়ী ভর্তি ডেট শুরু হবে ১৩ এপ্রিল থেকে। এর আগে, গত ২০ও ২১ ডিসেম্বর এ মেরিটাইম ইউনিভার্সিটির চারটি ফ্যাকাল্টির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 


সর্বশেষ সংবাদ