হিজাব বিতর্কে প্রতিবাদকারী সেই মুসকানের মৃত্যু নিয়ে গুজব

কালো বোরকায় আবৃত মুসকান
কালো বোরকায় আবৃত মুসকান  © ফাইল ছবি

সম্প্রতি ভারতের হিজাব বিতর্কে “আল্লাহু আকবর” বলে প্রতিবাদ করেছিলেন কর্নাটকের কলেজছাত্রী মুসকান খান। কালো বোরকায় আবৃত মুসকান একাই আওয়াজ তুলেছিলেন শত শত বিক্ষোভকারীর বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ভিডিওটি ছড়িয়ে পড়লে মুসকানের সাহস ও দৃঢ়তা মুগ্ধ করেছিল বিশ্বকে।

এবার আবারও মুসকানের মৃত্যু স্তব্ধ করে দিয়েছিলে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের। ফেসবুক, টুইটারসহ বিভিন্ন প্ল্যাটফর্মে “মুসকান আর নেই” বলে একটি পোস্ট ছড়িয়ে পড়েছে। সেইসঙ্গে, সার্চ ইঞ্জিন গুগলেও “মুসকানের মৃত্যু” দিয়ে অনুসন্ধান করছেন হাজারো মানুষ।

গুজব

যদিও মুসকানের মৃত্যুর সংবাদটি সম্পূর্ণ গুজব। ভারতীয় সংবাদমাধ্যমগুলোতেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

অন্যদিকে, মুসকানের মৃত্যুবিষয়ক পোস্টের সঙ্গে যেই ছবিটি সবাই শেয়ার করছেন সেই ছবিও মুসকানের নয়। ভারতীয় সংবাদমাধ্যম রেডইফমিড ডে’র প্রতিবেদন অনুযায়ী, ছবিটি ২০১৭ সালের এপ্রিল মাসে কাশ্মীরের শ্রীনগরের ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার সময়ে তোলা।


সর্বশেষ সংবাদ