সাত কলেজে কত আসন ফাঁকা, জানা যাবে ১৬ মার্চ

সাত কলেজ লোগো
সাত কলেজ লোগো  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত সরকারি কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে কত আসন ফাঁকা আছে তা আগামী ১৬ মার্চ জানা যাবে। এরমধ্যে কলেজগুলোকে ফাঁকা আসনের বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানোর জন্য নির্দেশনা দেয়া হয়েছে। শনিবার (১২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটি সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব ভর্তিচ্ছু সাত কলেজে ভর্তি হতে আগ্রহী; কিন্তু এখনো দ্বিতীয় কিস্তির টাকা পরিশোধ করেনি তাদেরকে আগামী ১৪ মার্চের মধ্যে এ টাকা পরিশোধ করতে হবে। এরমমধ্যে টাকা পরিশোধে ব্যর্থ হলে ভর্তি বাতিল বলে গণ্য হবে।

ভর্তি কমিটি সূত্র জানিয়েছে, কলেজগুলো আগামী ১৬ মার্চ ভর্তি হওয়া শিক্ষার্থী ও ফাঁকা আসনের তালিকা ঢাকা বিশ্ববিদ্যালয়কে পাঠাবে। এরপর বিশেষ বিবেচনায় আগামী ২০ মার্চ বিশেষ বিবেচনায় আরও একটি মেধাতালিকা দেয়া হবে। এটিই চূড়ান্ত তালিকা বলে গণ্য হবে।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ে ভর্তি: ঢাবির ‘খ’ ও ‘ঘ’ ইউনিটের জনপ্রিয় বিভাগগুলো

এর আগে গত ০৬ মার্চ থেকে সাত কলেজের শূন্য আসনে বিশেষ মাইগ্রেনে আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়।

এদিকে, ফাঁকা আসনে ভর্তির সুযোগ দাবিতে আন্দোলনে রয়েছেন ভর্তিচ্ছুদের একাংশ। তারা বলছেন, সাত কলেজের প্রায় তিন হাজার আসন ফাঁকা থাকলেও ভর্তি স্থগিত রাখা হয়েছে। যা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না।

ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বলেন, সাত কলেজে কিছু সংখ্যক আসন ফাাঁকা থাকায় বিভিন্ন কলেজে ভর্তি হওয়া মাইগ্রেশনে আগ্রহী শিক্ষার্থীদের মধ্যে একটি বিশেষ মাইগ্রেশনের মাধ্যমে তা পূরণ করার সিদ্ধান্ত হয়েছে।


সর্বশেষ সংবাদ