ইবির প্রথম বর্ষের ক্লাস শুরু ২১ মার্চ

ইবির মূল ফটক
ইবির মূল ফটক   © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামী ২১ মার্চ থেকে শুরু হবে।

বুধবার (০৯ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষ ১ম সেমিস্টারে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী ২১ মার্চ থেকে শুরু হবে।’

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন গত বছরের ২৮ নভেম্বর শুরু হয়ে চলে ১২ ডিসেম্বর পর্যন্ত। এরপর শুক্রবার (৩১ ডিসেম্বর) প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়। চতুর্থ দফার মেধাতালিকা থেকে ভর্তি শেষেও আসন খালি সাপেক্ষে গণ বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ।

আরও পড়ুন : সাকিবকে সব ধরনের ক্রিকেট থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রাম

গণবিজ্ঞপ্তির ভর্তি শেষেও আসন খালি সাপেক্ষে মঙ্গলবার (৮ মার্চ) পঞ্চম মেধা তালিকা প্রকাশ করা হয়। তিন ইউনিটে পঞ্চম মেধাতালিকার মধ্যে ‘এ’ ইউনিটে ১৬৪ জন, ‘বি’ ইউনিটে ২৬৯ জন এবং ‘সি’ ইউনিটে ১০০ জন শিক্ষার্থীকে রাখা হয়েছে। এ মেধাতালিকায় বিভাগপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ১৩ মার্চ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে এবং ১৪ মার্চের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।


সর্বশেষ সংবাদ