পদত্যাগ করলেন ইবির সেই প্রাধ্যক্ষ

অধ্যাপক ড. নিলুফা আক্তার
অধ্যাপক ড. নিলুফা আক্তার  © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নিলুফা আক্তার বানু পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক ড. মাহবুবুর রহমান জানান, ব্যক্তিগত কারণ দেখিয়ে সোমবার পদত্যাগপত্র জমা দিয়েছেন অধ্যাপক ড. নিলুফা আক্তার। হাউস টিউটররা হলের চলতি দায়িত্বে থাকবেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ক্যাম্পাসে আসার পর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

প্রসঙ্গত, রোববার রাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্টের পদত্যাগের দাবিতে আন্দোলন করে শিক্ষার্থীরা। হলের এক ছাত্রী সংজ্ঞাহীন হওয়ার ঘটনায় প্রভোস্টকে ফোন দিলেও কোন ব্যবস্থা না নেওয়ায় এ আন্দোলন করেন তারা।

পরে প্রশাসনের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে আন্দোলন স্থগিত করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীরা। রাত ১টার দিকে তারা কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।

জানা যায়, রোববার সন্ধ্যায় ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের রাজিয়া সুলতানা নামের এক ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় তার সহপাঠীরা হল প্রভোস্ট অধ্যাপক ড. নিলুফা আক্তার বানু কাছে ফোন দিলেও তেমন কোন ব্যবস্থা নেননি। অ্যাম্বুলেন্স আসতে দেরি করায় আরও কয়েকজন শিক্ষার্থী প্রভোস্টকে ফোন দেন। এতে বিরক্ত হয়ে প্রভোস্ট বলেন, বারবার ফোন দেওয়ার কি আছে?

এরপর ছাত্রীরা হাউস টিউটর শিমুল রায়কে ফোন করার পর তিনি অ্যাম্বুলেন্স পাঠান। অ্যাম্বুলেন্স আসতে দেরি এবং প্রভোস্টের অসহযোগীতার অভিযোগ তুলে ওই হলের প্রায় শতাধিক ছাত্রী বিক্ষোভ শুরু করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তাদের এসে সমাধানের চেষ্টা করেন। তবে প্রভোস্টের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা।


সর্বশেষ সংবাদ