কুবিতে বিএনসিসির ভর্তি পরীক্ষা

পরীক্ষার্থী
পরীক্ষার্থী  © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর ১০ম ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় প্রশাসনিক ভবনের ২য় ও ৩য় তলার বারান্দায় এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের মোট ৮২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে শনিবার মৌখিক পরীক্ষার মাধ্যমে ৪০ জনকে ক্যাডেট হিসেবে চূড়ান্তভাবে মনোনীত করা হবে।

এসময় উপস্থিত ছিলেন ময়নামতি রেজিমেন্টের ৯ নম্বর ব্যাটালিয়নের সার্জেন্ট মনিরুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনের ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) সাজনীন সুমি। এ ছাড়াও প্লাটুনের সিনিয়র ক্যাডেটবৃন্দ উপস্থিত ছিলেন।

সিইউও সাজনীন সুমী বলেন, আমরা আগামীকাল লিখিত পরিক্ষার রেজাল্ট দিব। সেখান থেকে আমরা ৪০ জন শিক্ষার্থী ভাইভার মাধ্যমে মনোনীত করব। আমাদের বিশ্ববিদ্যালয়ে দুইটা প্লাটুন রয়েছে। মেয়ে প্লাটুন আর পুরুষ প্লাটুন। দুইটা প্লাটুনের জন্য ক্যাডেট মনোনীত করব। 

উল্লেখ্য, ২০০৯ সালের ২৯ মার্চ বিএনসিসি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুন যাত্রা শুরু করে।


সর্বশেষ সংবাদ