সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় জাককানইবির সনাতন সংঘ

সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় জাককানইবির সনাতন সংঘ
সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় জাককানইবির সনাতন সংঘ  © টিডিসি ফটো

রংপুরের পীরগঞ্জে সাম্প্রদায়িক সহিংসতায় হামলার শিকার ৩৪টি পরিবারের পাশে দাঁড়িয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন ‘সনাতন সংঘ’।

শুক্রবার (০৫ নভেম্বর) রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বড় করিমপুর গ্রামে ভুক্তভোগীদের আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

এসময় সনাতন সংঘের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তপন কুমার সরকার, ড. সিদ্ধার্থ দে, সঞ্চয় কুমার মুখার্জি, বিজয় কুমার, কল্যাণাংশু নাহা, নয়ন সরকার এবং অর্থ ও হিসাব দপ্তরের অতিরিক্ত পরিচালক রাধে শ্যাম বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজ-খবর নেন এবং আর্থিক সহযোগিতা করেন।

সনাতন সংঘের সদস্য বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সিদ্ধার্থ দে বলেন, আমরা আমাদের বিশ্ববিদ্যালয় পরিবার থেকে এখানে এসেছি, মানবিক ও মানসিকভাবে ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে। এই অন্যায়ের বিরুদ্ধে শক্তভাবে প্রতিহত করা, বিচারের দাবিতে আরো সোচ্চার হওয়া এবং পরবর্তীতে এই ঘৃণ্যচক্র যেন এ ধরনের ঘটনা ঘটানোর সুযোগ বা সাহস না পায়, সেই বিষয়গুলো আমরা সমস্বরে জাতির সামনে তুলে ধরতে চাই।

হামলার শিকার লতা রাণী জানান, আমার ঘরে দুটা ফ্যান-বিছানা ছিলো, সব পুড়ে ফেলছে। বাক্স-শোকেস সবকিছু লুটপাট করছে। ভয়ে জীবন নিয়ে পাশের ধানক্ষেতে লুকিয়ে ছিলাম। আমাদের সাহায্যের জন্য আপনাদের ধন্যবাদ জানাই।


সর্বশেষ সংবাদ