জবিতে নাট্যকলা বিভাগের উদ্যোগে নাট্যোৎসব

মঞ্চস্থিত নাটকের দৃশ্যপট (এক)
মঞ্চস্থিত নাটকের দৃশ্যপট (এক)   © ফারহানা খানম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নাট্যকলা বিভাগের উদ্যোগে পাঁচ দিনব্যাপী নাট্যোৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিভাগের ৪র্থ আবর্তনের শিক্ষার্থীদের পরিবেশনায় ১ম প্রদর্শনীর মাধ্যমে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন শুরু হয়।

বৃহস্পতিবার শুরু হয়ে আগামী ৬ মে সোমবার পর্যন্ত চলবে এবারের এ আয়োজন। উৎসবে বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের দুটি নাট্য প্রযোজনা প্রদর্শিত হওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানের ২ মে নাট্যকার থমাসয় কিড রচিত ‘দ্যা স্প্যানিশ ট্রাজেডি’ নাটকের ১ম মঞ্চায়নের মাধ্যমে সূচনা হয় এ উৎসবের। নাটকটি অনুবাদ করেছেন খোন্দকার মোস্তাক আহমেদ। পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন নাট্যকলা বিভাগের প্রভাষক কৃপাকণা তালুকদার।

শুক্রবার বিকাল ৫ টায় নাটকটির ২য় মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। এ প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। এসময় নাট্যকলা বিভাগের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন খানসহ বিভিন্ন বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

মঞ্চস্থিত নাটকের দৃশ্যপট (দুই)   ছবি: ফারহানা খানম

২য় আবর্তনের শিক্ষার্থীদের পরিবেশনায় উৎসবের ২য় প্রযোজনা হিসেবে মঞ্চস্থ হবে নাটক ‘জননী সাহসিকা।’ নাটকটি রচনা করেছেন নাট্যকার বের্টোল্ট ব্রেখট; অনুবাদ করেছেন কবীর চৌধুরী। নির্দেশনায় রয়েছেন নাট্যকলা বিভাগের প্রভাষক সঞ্জীব কুমার দে।

উৎসবের ৩য় দিন (৪ মে) সন্ধ্যা ৬.৩০ টায় অনুষ্ঠিত হবে নাটকটির ১ম মঞ্চায়ন। পরদিন (৫ মে) একই সময়ে হবে নাটকটির ২য় প্রদর্শনী। ৬ মে সকাল ১১টা ও বেলা ২.৩০টায় যথাক্রমে ৩য় ও ৪র্থ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আর ‘জননী সাহসিকা’ প্রযোজনার ৪র্থ তম এ প্রদর্শনীর মাধ্যমে সমাপ্তি ঘটবে এই নাট্যোৎসব আয়োজনের।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence