রাবির শাহমখদুম হলে ক্রীড়া প্রতিযোগিতা শুরু

ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান
ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান  © মেশকাত মিশু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাহ মখদুম হলে তিন দিনব্যাপী অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার সন্ধ্যায় হলের ক্রীড়াকক্ষে প্রতিযোগিতার উদ্বোধন করেন হল প্রাধ্যক্ষ ড. আরিফুর রহমান।

দাবা, টেবিল টেনিস, কেরাম, কার্ডসহ চারটি খেলায় মোট ৫৬জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন। আগামী তিনদিন ক্রীড়াকক্ষে এ প্রতিযোগিতা চলবে।

উদ্বোধনী পর্বে ড. আরিফুর রহমান বলেন, ভ্রাতৃত্ব আর সৌহার্দ্য বোধের মাধ্যমে আমাদের হলটিকে একটি আদর্শ হল হিসেবে গড় তুলতে চাই। এজন্য আবাসিক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তাসহ সকলের সহযোগিতা প্রয়োজন।

এসময় আবাসিক শিক্ষক শাহান শাহরিয়ার, তপন বর্মণ, ক্রীড়া উপ পরিচালক জামিলুর রহমান ,হল মসজিদের পেশ ইমাম মো. ইসরাফিল, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম তুষার, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি আরিফ জহির, সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময় প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence