গলায় গামছা পেঁচিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্রের ‘আত্মহত্যা’
- খুবি প্রতিনিধি
- প্রকাশ: ০৫ মে ২০২৫, ০৪:০৩ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৪৯ PM

গলায় গামছা পেঁচিয়ে তৌকির আহমেদ আবির নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক ছাত্র আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার (৫ মে) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় হল সংলগ্ন শাহ-শিরিন রোডের ভাড়া বাসা থেকে ফ্যানের সাথে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ছাত্র বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের (ইসিই) তৃতীয় বর্ষের (২২ ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।
হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ খাইরুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে দেখে মনে হয়েছে এটা আত্মহত্যা। তদন্ত কার্যক্রম প্রক্রিয়াধীন। এরপর বিস্তারিত বলা যাবে।
মৃত ছাত্রে সহপাঠী ও বন্ধুদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রেম-সম্পর্কে টানাপোড়েন, পারিবারিক অশান্তি ও আর্থিক কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন আবিদ। এ ঘটনায় সহপাঠী ও বিশ্ববিদ্যালয় জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, তার আত্মহত্যার খবর ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান। তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। শিক্ষার্থীর এমন করুণ মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।