নারী হেনস্তার অভিযোগ ছাত্র অধিকার পরিষদের নেতার বিরুদ্ধে

সবুজ মাদবর ও ছাত্র অধিকার পরিষদের লোগো
সবুজ মাদবর ও ছাত্র অধিকার পরিষদের লোগো   © টিডিসি সম্পাদিত

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের এক নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক সবুজ মাদবরের বিরুদ্ধে। আজ সোমবার (২৮ এপ্রিল) দুপুরে কলেজের শহীদ বরকত মিলনায়তনের সামনে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সুরাইয়া তাবাসসুম।

জানা গেছে, অভিযুক্ত সবুজ মাদবরের সঙ্গে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমীরের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন অভিযোগকারী সুরাইয়া ও তার সহপাঠী সানজু। পরে সুরাইয়া ও সানজু সেখান থেকে বের হয়ে তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন। সবুজ মাদবর তথ্য ফাঁসের অভিযোগ এনে তাদেরকে হেনস্তা করেছেন বলে অভিযোগ ওই ছাত্রীর।

হেনস্তার শিকার শিক্ষার্থী সুরাইয়া তাবাসসুম বলেন, আমি এবং আমার সহপাঠী সানজু শহীদ বরকত মিলনায়তনের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন সবুজ মাদবর ভাই আমাদেরকে ডাক দেন, তিনি আমাদেরকে ডেকে নিয়ে বলতে থাকেন আমরা নাকি সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের তথ্য ফাঁস করেছি, আমি বললাম আমি এমন কিছুই করি নাই, তিনি এসময় আমাকে বিভিন্ন ধরনের বাজে ট্যাগ দেওয়ার পাশাপাশি অকথ্য-অশ্রব্য ভাষায় যাচ্ছে- তাই বলতে থাকেন। একপর্যায়ে তিনি আমাদের কে গালাগালি করেন এবং আমাদের উপর আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী তাবাসসুমের সহপাঠী সানজু বলেন, সবুজ মাদবর ভাই সুরাইয়াকে ডাক দেন ওই মেয়ে এই দিকে আসো, আমরা কাছে তিনি বলেন তোমরা গুপ্তচর তোমরা ফোনে তথ্য রেকর্ড করে করে ফাঁস করো, তখন আমরা বললাম এমন কিছুই করি নাই আমরা, পরে উনি অনেক খারাপ ভাষায় আমাদের সাথে কথা বলেন এক পর্যায়ে উনি আমাদেরকে মারতেও আসেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে ছাত্র অধিকার পরিষদ নেতা সবুজ মাদবর বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন আমি ওদের কে এমন কিছুই বলি নাই আমি শুধু ওদের সাথে কথা বলেছি, ওরা আমার বিরুদ্ধে যেই অভিযোগ এনেছে যদি প্রমাণ করতে পারি আমি যে কোন শাস্তি মাথা পেতে নিবো, যদি প্রমাণ না করতে পারে তাহলে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।

ছাত্র অধিকার পরিষদ সরকারি তিতুমীর কলেজে শাখার সাধারণ সম্পাদক এইচ আর হাবিব বলেন, ঘটনাটি আমরাও শুনেছি কিন্তু ঘটনার সত্যতা কতটুকু সেটা তো এখনো বলতে পারছি না। আমরা বিষয়টা দেখছি যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence