হিযবুত তাহ্রীরের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কুবির ২ শিক্ষার্থীর নামে মামলা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০১:৩৬ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৩ PM

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের সঙ্গে ‘সম্পৃক্ত সন্দেহে’ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) তিন শিক্ষার্থীকে আটক করেন র্যাব ও পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। পরে তাদের কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। তাদের মধ্যে একজনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে পুলিশ, বাকি দুজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ হান্নান, একই বর্ষের অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী আবু তাহের এবং ২০২১-২২ বর্ষের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের তৌকির আহাম্মেদকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে হান্নানকে ছেড়ে দিয়েছে পুলিশ। বাকি দুজনকে রাতে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার হাজতে রাখা হয়েছে।
জানা গেছে, হিযবুত তাহ্রীরের সঙ্গে যুক্ত থাকার তথ্যের ভিত্তিতে হান্নানকে শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা কোটবাড়ী এলাকা থেকে নিয়ে যায় র্যাব-১১। পরে রাতে তাকে কুমিল্লার কোতোয়ালি মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে রাত সাড়ে ১০টার দিকে জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেয় পুলিশ। মোহাম্মদ হান্নানকে ছাড়াতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর শাখার কয়েকজন নেতা থানায় গিয়েছিলেন বলে প্রত্যক্ষদর্শী কয়েকজনের ভাষ্য।
এর আগে কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকা থেকে তাহের ও তৌকিরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে জেলা ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদের পর তাদের কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। রাতে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মামলা করেছে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তিনজনকে এনেছিল র্যাব ও ডিবি। তাদের মধ্যে কথা বলে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের পর অপর দুজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।