জবি বিজনেস স্টাডিজ অনুষদের জার্নালের মোড়ক উন্মোচন

জার্নালটির মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম
জার্নালটির মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম  © টিডিসি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত গবেষণা জার্নাল ‘জগন্নাথ ইউনিভার্সিটি জার্নাল অব বিজনেস স্টাডিজ’ ১২তম ভলিউমের দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম আনুষ্ঠানিকভাবে জার্নালটির মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, জার্নাল এডিটোরিয়াল বোর্ডের প্রধান সম্পাদক ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া। এ ছাড়া বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, জার্নালের সহযোগী সম্পাদক ও অন্যান্য সদস্যও অনুষ্ঠানে অংশ নেন।

আরও পড়ুন: বাকৃবিতে গবেষণা প্রকল্পের মনিটরিং কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু

জার্নাল প্রকাশের বিষয়ে অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এটা জবি জার্নাল অব বিজনেস স্টাডিজের ১২তম ভলিউমের দ্বিতীয় সংখ্যা যেটা গত ডিসেম্বরে প্রকাশিত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিজনেস ফ্যাকাল্টি প্রথম বছরে যে দুইটা জার্নাল প্রকাশিত হয়, সেই দুইটা জার্নাল যথা সময়ে, যথাযথ মান নির্ধারণ করে প্রকাশ করেছে। আমাদের জার্নালে শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী নয়, বাংলাদেশের অন্য সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী তারাও প্রকাশনা জমা দিয়েছে। তাদের প্রকাশনা যথার্থ রিভিউ হয়েই প্রকাশিত হয়েছে।’


সর্বশেষ সংবাদ