প্রধান উপদেষ্টার সঙ্গে বসতে চান তিতুমীরের শিক্ষার্থীরা, দিলেন আমন্ত্রণপত্র

আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন ডিসি মাসুদ আলম
আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন ডিসি মাসুদ আলম  © টিডিসি ফটো

শিক্ষা মন্ত্রণালয় দাবি পূরণে আশ্বাস দিলেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি এমন অভিযোগের বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে আলোচনা করতে ‘আমন্ত্রণপত্র’ দিয়েছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলন শেষে তারা কলেজ ক্যাম্পাস থেকে পদযাত্রা শুরু করেন তারা। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনারের (ডিসি) মাসুদ আলম আমন্ত্রণপত্রটি গ্রহণ করেছেন বলে তিতুমীর ঐক্যের সদস্য রাশেদুল ইসলাম নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, মন্ত্রণালয় দাবি পূরণে আশ্বাস দিলেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। তাই আমরা সংবাদ সম্মেলন শেষে মন্ত্রণালয়ের ৬ দফা আশ্বাস বাস্তবায়নে আলোচনায় বসতে ‘আমন্ত্রণপত্র’ দিয়েছি। 

‘আমরা মনে করি, এই সরকার ছাত্রজনতার সরকার। একই সঙ্গে শিক্ষার্থীরা বিশ্বাস করেন যে, ড. মুহাম্মদ ইউনূস বর্তমান রাষ্ট্রপ্রধানের বাইরে গিয়েও একজন শিক্ষার্থীবান্ধব শিক্ষক, একজন অভিভাবক।’ 

তিনি আরো বলেন,  আমরা আশা করি প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের ওপর হওয়া অন্যায়ের কথা শুনবেন এবং রাষ্ট্র থেকে তাদের দেওয়া প্রতিটি কথা পালনের নির্দেশনা দেবেন। সেজন্য এর আগে যারা অনশন করেছেন তারা আমন্ত্রণপত্র নিয়ে পায়ে হেঁটে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে গিয়েছে।

তাদের ৬ দফা দাবিগুলো হল— ছাত্র-শিক্ষক-শিক্ষাবিদদের প্রতিনিধি কমিটির মধ্য দিয়ে স্বতন্ত্র তিতুমীর কাঠামো গঠন; ছাত্র-শিক্ষক-শিক্ষাবিদদের প্রতিনিধি কমিটির মাধ্যমে ২০২৪-২৫ সালের ভর্তি কার্যক্রম পরিচালনা এবং সেখানে ন্যূনতম দুটি আন্তর্জাতিক বিষয় ল’ এবং জার্নালিজম সাবজেক্ট সংযোজন; সরকারি/বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বর্তমানে পাঠদানকারী অভিজ্ঞতা সম্পন্ন পিএইচডি শিক্ষক নিয়োগের মাধ্যমে অস্থায়ীভাবে সংকট নিরসনে আরো ১৫১ জন শিক্ষা ক্যাডার নিয়োগ; আন্তর্জাতিক মানের গবেষণাগার ও শিক্ষার্থীদের শতভাগ আবাসিকরণের জন্য টিএন্ডটির মাঠ, রাজউকের জমিসহ অন্যান্য সরকারি জমি শিক্ষা খাতে বরাদ্দ দেয়া;  যাতায়াত ব্যবস্থার সংকট কাটাতে ন্যূনতম ২০ টি লাল বাস প্রদান; আন্তর্জাতিক মানের লাইব্রেরি প্রদান।


সর্বশেষ সংবাদ