সংঘর্ষের পর আনন্দ মোহন কলেজ বন্ধ ঘোষণা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৯:৩৬ PM , আপডেট: ১২ জানুয়ারি ২০২৫, ০৯:৪৬ PM

ময়মনসিংহে আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজে হলের সিট নবায়নকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয়ক-ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন দিনের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। একসঙ্গে কলেজের হোস্টেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ রবিবার (১২ জানুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আমান উল্লাহ। তিনি বলেন, সোমবার সকাল ৮টার মধ্যে ছেলেদের হল ছাড়তে হবে। তবে মেয়েরা হলে থাকতে পারবে।
এর আগে বিকেলে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও প্রশাসনের বিভিন্ন স্তরের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, কলেজে এখনো উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে। যে কোনো মুহূর্তে সংঘর্ষের আশংকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।