মোল্লা কলেজে জিম্মি নজরুল ও সোহরাওয়ার্দীর শতাধিক শিক্ষার্থী

ঢাকার যাত্রাবাড়ীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ
ঢাকার যাত্রাবাড়ীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ  © সংগৃহীত

ঢাকার যাত্রাবাড়ীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছে। আজ সোমবার বেলা ১২টার দিকে মোল্লা কলেজের সামনে ঘটা এ সংঘর্ষে একাধিক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

তবে সংঘর্ষের এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন বলে দাবি করেছে মোল্লা কলেজ কর্তৃপক্ষ। অন্যদিকে, সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা দাবি করছে, শতাধিক শিক্ষার্থীকে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা আটকে রেখে বেধড়ক পিটুনি দিচ্ছে। তারা এখনও কলেজটিতে জিম্মি রয়েছে।

এ ঘটনায় মোল্লা কলেজের ভেতরে কেউ আহত অবস্থায় আছে কিনা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজের ভেতরে র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর যাওয়ার কথা ছিল। তবে বর্তমানে শিক্ষার্থীদের বাধার মুখে সামনে যেতে পারছে যৌথবাহিনী। বেলা তিনটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের (ডিএমপি) উপ-কমিশনার মো. ছালেহ উদ্দিন।

এদিকে নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, কলেজের সামনে যৌথবাহিনীর অবস্থান থাকলে তারা ভেতরে যেতে পারছে। তাদের জিম্মি থেকে উদ্ধারে পুলিশ ও সেনাবাহিনী, তাদের সহপাঠী এমনকি জরুরি সেবা-৯৯৯ কল দিয়ে সহায়তা চাওয়া হচ্ছে। কিন্তু কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না।

এ বিষয় কবি সরকারি কলেজের শিক্ষার্থী শরীফ বলেন, হামলায় কবি নজরুল সহ সাত কলেজের শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত প্রায় ৫০ জন। এদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড হাসপাতাল, ন্যাশনাল মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী রিফাত বলেন, শতাধিক শিক্ষার্থীকে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের আটকে রেখে বেধড়ক পিটুনি দিচ্ছে অনেকে রক্তাক্ত হয়ে পরে আছে। কেউ কাউকে আনতে পারছে না। আমাকে কলেজের সামনে থেকে ধরে নিয়ে গিয়েছিল কলেজের ভেতরে তখন বেধরক মারতে শুরু করে একপর্যায় আমি কোনোভাবে বের হয়ে আসি। কিন্তু আমার সাথে প্রায় শতাধিক সোহরাওয়ার্দী কলেজসহ সাত কলেজের শিক্ষার্থী যারা ছিল তারা বের হতে পারেনি। তাদের অনেকের মাথা দিয়ে রক্ত ঝরছে। কেউ জ্ঞান হারিয়েছে। পুলিশের কাছে সহযোগিতা চেয়েছে তাদের উদ্ধারের জন্য কিন্তু তারা কোন রেসপন্স করেনি।


সর্বশেষ সংবাদ