জশন-এ-খাজায় মাতলেন খুবি শিক্ষার্থীরা

খুবির কেন্দ্রীয় খেলার মাঠে ‘জশন-এ-খাজা’ অনুষ্ঠান
খুবির কেন্দ্রীয় খেলার মাঠে ‘জশন-এ-খাজা’ অনুষ্ঠান  © সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) খানজাহান আলী হলে শিক্ষার্থীদের নানা আয়োজনে দু’দিনব্যাপী ‘জশন-এ-খাজা’ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার (৮ নভেম্বর) হলের ছাত্রদের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে হলসংলগ্ন কেন্দ্রীয় খেলার মাঠ ছিল কানায় কানায় পূর্ণ। আয়োজনের প্রথম দিন বৃহস্পতিবার কাওয়ালী সন্ধ্যায় ছিল কাসিদা ব্যান্ডের পরিবেশনা। 

শুক্রবার সকালে রঙ উৎসব, দুপুরে প্রীতিভোজ ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় শিল্পীদের পাশাপাশি একে একে জনপ্রিয় সব গান পরিবেশন করে ‘বে অব বেঙ্গল’, ‘ইন্ডালো’ এবং ‘ওয়ারফেজ’ ব্যান্ডের শিল্পীরা। তাদের পরিবেশনায় মেতে ওঠে গোটা খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

রাত ৮টায় কেন্দ্রীয় খেলার মাঠে ‘জশন-এ-খাজা’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এখন সবকিছু নতুনভাবে হচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের হলভিত্তিক এ সব আয়োজন অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোয় প্রশংসিত হচ্ছে।

আরো পড়ুন: চবিতে ‘ছাত্রলীগ ট্যাগ’ দিয়ে ছাত্রদলের কর্মীকে চোখ বেধে তুলে নিয়ে বেধড়ক মারধর

তিনি আরও বলেন, অতীতে খুলনা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের অনুষ্ঠানে সুশৃঙ্খল পরিবেশ বজায় ছিল। এ ধারা অব্যাহত রাখতে হবে। এ ধরনের অনুষ্ঠানের সুযোগ নিয়ে কেউ যাতে মাদকসহ অন্যান্য অপরাধে জড়িত না হতে পারে, সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি মনোমুগ্ধকর এ অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করার আহবান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খানজাহান আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. খসরুল আলম ও ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত। এ সময় হলের শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence