জবি ছাত্রদলের পোস্টার ছেঁড়ার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

প্রধান ফটকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ছাত্রদল নেতা বাসেতের মুক্তি দাবিতে পোস্টার সাঁটিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা
প্রধান ফটকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ছাত্রদল নেতা বাসেতের মুক্তি দাবিতে পোস্টার সাঁটিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা  © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পোস্টার ছেঁড়ার অভিযোগ শাখা ছাত্রলীগের বিরুদ্ধে। ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী জিয়া উদ্দিন বাসেতের মুক্তি দাবিতে প্রধান ফটকসহ বিভিন্ন স্থানে পোস্টার সাঁটিয়েছিল সংগঠনটির নেতাকর্মীরা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পোস্টারগুলো ছিঁড়ে ফেলা হয়।

ছাত্রদলের অভিযোগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের পোস্টার ছিঁড়েছেন। তবে ছাত্রলীগ বলছে, ছাত্রদলের কে বা কারা কখন পোস্টার সাঁটিয়েছে এটা তাদের জানা নেই। সাধারণ শিক্ষার্থীরাও এসব পোস্টার ছিঁড়ে ফেলতে পারেন।

ছাত্রদল নেতা-কর্মীরা জানান, বুধবার সকালে ছাত্রদল নেতা বাসেতের মুক্তির দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এবং কলা অনুষদসহ বিভিন্ন জায়গায় পোস্টার সাঁটান তারা। তবে কয়েকঘণ্টা পরেই সাঁটানো পোস্টারগুলো ছিড়ে ফেলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় শতাধিক পোস্টার সাঁটানো হলেও বর্তমানে দুই একটি জায়গা ছাড়া কোথাও পোস্টারগুলোর অস্তিত্ব নেই।

এদিকে, প্রায় এক যুগেরও বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে ছাত্রদলের রাজনীতি নেই বললেই চলে। বর্তমান কমিটির মেয়াদও ইতিমধ্যে শেষ হয়েছে। এ সময়ের মধ্যে সংগঠনটির দৃশ্যমান কোনো কর্মসূচিও দেখা যায়নি। তারা বলছেন, পোস্টার লাগানোর মতো সাধারণ প্রতিবাদের সুযোগ পাচ্ছেন না তারা।

এদিন পোস্টার সাঁটানো কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম  সাধারণ সম্পাদক নাহিয়ান বিন হক অনিক, আহমেদ কাওসার আকাশ, রাশেদ বিন হাসিম, রাশেদুল ইসলাম রাহাত, মোঃ রাসেল মিয়া (মিয়া রাসেল), সহ-সাংগঠনিক সম্পাদক সোলায়মান খান সাগর, ওমর ফারুক, জাহিদ হোসেন, মানবাধিকার সম্পাদক ইয়াসির আরাফাতসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিয়ান বিন হক অনিক, ছাত্রদল নেতা কাজী জিয়া উদ্দিন বাসিতের মুক্তির দাবিতে আমরা ক্যাম্পাসে পোস্টার সাঁটানো কার্যক্রম করেছি। তবে অবাক হয়েছি, সামান্য এই কর্মসূচিকেও ছাত্রলীগ সহ্য করতে পারছে না।

আরও পড়ুন: জবি ছাত্রদল নেতা বাসেতকে তুলে নেয়ার অভিযোগ

তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের কাছে ছাত্রদল যাতে না পৌঁছাতে না না পারে এই জন্যই ছাত্রলীগের কর্মীরা এসব কাজ করে যাচ্ছে। তাদের এই ভয়ই তাদের পতন ডেকে আনবে।

ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সোলায়মান খান সাগর বলেন, প্রায় অনেক বছর পর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আমরা কোনো বাধা ছাড়াই পোস্টারিং করতে পারলেও পরে আমাদের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। আমরা ছাত্রলীগের রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত এই আচরণের নিন্দা জানাই। একইসঙ্গে অবিলম্বে ছাত্রদল নেতা বাসেতের মুক্তি দাবি করছি।

পোস্টার ছেঁড়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আকতার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ে এখন পূজার ছুটি চলছে। ছাত্রলীগের কোন নেতা-কর্মী ক্যাম্পাসে অবস্থান করছে না। সবাই ছুটিতে রয়েছে। যেহেতু ক্যাম্পাসে সংগঠনটির কেউ নেই, তাই এমন কর্মকাণ্ড ছাত্রলীগের কেউ করেনি।


সর্বশেষ সংবাদ