ঢামেকে জবি ছাত্রের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

সোহেল রানা
সোহেল রানা  © সংগৃহীত

পেটে ব্যথা ও বমি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিক্ষার্থীর নাম সোহেল রানা। তিনি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ সেশনের ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন।

আজ মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ৬টার দিকে মারা যান সোহেল। এর আগে গতকাল সোমবার (৯ অক্টোবর) দুপুর ১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 

তবে সোহেল রানার সহপাঠীদের অভিযোগ, ঢামেক হাসপাতালের চিকিৎসকদের অবহেলায় তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান ড. শারমিন আখতার বলেন, আমি শুনেছি আমাদের বিভাগের শিক্ষার্থী সোহেল মারা গেছে। আমরা এ মৃত্যু কখনই কামনা করি না। আমরা তার মৃত্যুতে শোকাহত। 

এদিকে, ঢামেক হাসপাতালে নেওয়ার পর সোহেলের চিকিৎসায় অবহেলা হয়েছে বলে অভিযোগ করেছেন তার বন্ধু সোহাগ। হাসপাতালে ভর্তি করার পর সোহেলের সঙ্গে ছিলেন সোহাগ।


সর্বশেষ সংবাদ