দুপর ১২টার মধ্যেই শেষ হবে জবির বর্ষবরণ আয়োজন

জবি
জবি  © সংগৃহীত

আগামী ১৪ এপ্রিল দেশজুড়ে উদযাপিত হবে 'বাংলা নববর্ষ- ১৪৩০'-এর প্রথম দিন পয়লা বৈশাখ। পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে বিশেষভাবে পালিত হবে দিনটি। তবে রমজান মাস চলমান থাকায় এসব আয়োজনে রয়েছে সীমাবদ্ধতা। তারই পরিপ্রেক্ষিতে বেলা ১২টার মধ্যেই শেষ হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বর্ষবরণ আয়োজন।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বর্ষবরণ উৎসবের সময়সূচিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিন সকাল ৯টা ৩০ মিনিটে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। মঙ্গল শোভাযাত্রাটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে শুরু হয়ে ভিক্টোরিয়া পার্ক হয়ে আবার বিশ্ববিদ্যালয়ে ফিরে আসবে। মঙ্গল শোভাযাত্রার মূল ব্যানারে উপাচার্য মহোদয়ের সাথে উপস্থিত থাকবে পহেলা বৈশাখ উদ্‌যাপন অভ্যর্থনা কমিটির সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্যবৃন্দ।

আরও পড়ুন: সন্ধ্যায় স্ট্যাটাসে ‘বিদায়’, সকালে না ফেরার দেশে ঢাবি ছাত্রলীগ নেতা।

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ। এরপর নাটক মঞ্চায়ন করবে নাট্যকলা বিভাগ যা দুপুর ১২টার মধ্যে শেষ হয়ে যাবে।

এছাড়া অন্যান্য আয়োজনের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের নীচ তলায় দিনব্যপী থাকছে প্রকাশনা প্রদর্শনী।