প্রথম আলোর সম্পাদকের গ্রেপ্তার চেয়ে ইবিতে মানববন্ধন
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩, ১০:৫৮ PM , আপডেট: ০৪ এপ্রিল ২০২৩, ১০:৫৮ PM
দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের গ্রেপ্তার ও পত্রিকার নিবন্ধন বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে সচেতন শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কামাল হোসেন বলেন, যে সংবাদপত্র স্বাধীনতাকে বির্তকিত করে,যারা উন্নয়ন অগ্রযাত্রাকে পছন্দ করেনা৷ যারা আরেকটি ১৫ আগস্টের প্রেক্ষাপট রচনা করতে চায়৷ যারা ১০ টাকার বিনিময়ে স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে চায় তাদেরকে বাংলার ছাত্রসমাজ শক্ত হাতে প্রতিহত করব।
আরেক শিক্ষার্থী লোকমানী বলেন, তারা একটি শিশুকে দশ টাকা দিয়ে তার নামের সাথে দিন মজুরের নাম জুড়িয়ে দিয়ে একটি মিথ্যা নিউজ প্রকাশ করেছে। এটা কলম সন্ত্রাস। তাদের দেশ ও সরকার বিরোধী প্রচারণায় আমরা ধিক্কার জানাই। যেখানে দেশ এগিয়ে যাচ্ছে যখন বাংলাদেশ পুরো বিশ্বের কাছে রোল মডেল প্রতিষ্ঠিত হয়েছে যখন সরকার করোনা কালে মানুষকে খাবার সরবরাহ করেছে। সেখানে সে আমাদের তথ্য দেয়ার নামে কলম সন্ত্রাস করছে। আমরা প্রথম আলোর নিবন্ধন বাতিল ও সম্পাদক মতিউর রহমানের গ্রেপ্তারের জন্য জোর দাবি জানাই।
মানববন্ধনে অন্যান্য শিক্ষার্থীরা বলেন, ১০ টাকার বিনিময়ে একটি শিশুর আলোকচিত্র দেশ ও দেশের বাহিরে তারা বিক্রি করছে। এটি হলুদ সাংবাদিকতা। এটি সুন্দরভাবে উপাস্থাপন করেছেন তিনি। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিকে পেছনে নিয়ে যাওয়ার পায়তারা করছে। প্রথম আলো ও মতিউর রহমান সহ যারা এই ষড়যন্ত্রের জাল বুনেছে আমরা তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।