৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল পিএসসি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০৪:০১ PM , আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫, ০৪:০৩ PM
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা তৃতীয় পরীক্ষকের মাধ্যমে মূল্যায়নের কাজ শুরু হয়েছে। আগামী মার্চ মাসের মধ্যে এই বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।
রোববার (৫ জানুয়ারি) পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) একটি দায়িত্বশীল সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসি’র এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার সব খাতা তৃতীয় পরীক্ষকের কাছে পাঠানোর প্রক্রিয়া শেষ হয়েছে। খাতা মূল্যায়নও শুরু হয়েছে। পরীক্ষকরা খাতা দেখতে দুই মাসের মতো সময় চেয়েছেন। সে হিসেবে আগামী মার্চ মাসে লিখিত পরীক্ষার ফল প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।’
এর আগে গত বছরের ১৮ নভেম্বর ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার সব খাতা তৃতীয় পরীক্ষকের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেয় পিএসসি। সেদিন রাতে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ চলমান। দ্বিতীয় পরীক্ষক কর্তৃক মূল্যায়নের কাজও প্রায় সমাপ্তির পথে। লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখার স্বার্থে নতুন কমিশন সব উত্তরপত্র তৃতীয় পরীক্ষকের নিকট প্রেরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
২০২৩ সালে ১৯ মে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নেন দুই লাখ ৬৮ হাজার ১১৯ জন। ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন।
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী—৪৫তম বিসিএসে দুই হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে চিকিৎসা ক্যাডারে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নিয়োগ পাবেন শিক্ষা ক্যাডারে।