৫৩ দেশের জনসংখ্যা ছাড়াল ৪৫তম বিসিএসের আবেদন

চাকরিপ্রার্থী তরুণ
চাকরিপ্রার্থী তরুণ  © ফাইল ফটো

বর্তমান তরুণ প্রজন্মের কাছে বিসিএস যেন সোনার হরিণ। তীব্র প্রতিযোগিতা মূলক এই নিয়োগ পরীক্ষায় এবারের মোট আবেদনকারীর সংখ্যা বিশ্বের ৫৩টি দেশের জনসংখ্যার চেয়েও বেশি। বিশ্বব্যাপী জনসংখ্যার হিসাব সংরক্ষণকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের বুধবারের (৪ জানুয়ারি) তথ্যে এ কথা জানা গেছে।

গত শুক্রবার (৩১ ডিসেম্বর) ৪৫তম বিসিএসের আবেদনগ্রহণ শেষ হয়েছে। এই পরীক্ষায় অংশ নিতে ৩ লাখ ১৮ হাজারের বেশি চাকরিপ্রার্থী আবেদন করেছেন বলে জানিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।

দেশে বিসিএসের পরীক্ষার্থীর এই সংখ্যা বিশ্বের ৫৩টি দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি। 

ওয়ার্ল্ডোমিটারের জনসংখ্যা বিষয়ক তথ্যসূত্রে দেখা যায়, বিশ্বের ২৩৫টি দেশ ও অঞ্চলের জনসংখ্যার তথ্য দেওয়া আছে। তার মধ্যে ভানুয়াতু থেকে শুরু করে সবশেষ হলি-সি পর্যন্ত মোট ৫৩টি দেশের জনসংখ্যা তিন লাখ ১৮ হাজারের কম।

ওয়ার্ল্ডোমিটারসে দেখা যায়, ২৩৫ দেশ ও দ্বীপের তালিকায় ১৮২ নম্বর অবস্থানে রয়েছে ভানুয়াতুর নাম। দেশটির জনসংখ্যা ৩ লাখ ৭ হাজার ১৪৫ জন আর ২৩৫ নম্বরে থাকা হোলি-সি’র জনসংখ্যা ৮০১ জন।


সর্বশেষ সংবাদ