গ্রিন ইউনিভার্সিটিতে অগ্নি নির্বাপণ ও উদ্ধার অভিযান মহড়া

গ্রিন ইউনিভার্সিটিতে অগ্নি নির্বাপণ ও উদ্ধার অভিযান মহড়া
গ্রিন ইউনিভার্সিটিতে অগ্নি নির্বাপণ ও উদ্ধার অভিযান মহড়া  © টিডিসি ফটো

রাজধানীর গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সহায়তায় ফায়ার ফাইটিং, রেসকিউ ও ইভাকুয়েশন ড্রিল মহড়া অনুষ্ঠিত হয়েছে।

অগ্নি প্রতিরোধ, নির্বাপন, উদ্ধার ও জরুরি বহির্গমন বিষয়ে সচেতনা সৃষ্টির লক্ষ্যে সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মাধ্যমে অগ্নি নির্বাপনব্যবস্থা কাজের সঙ্গে সংশ্লিষ্টরা প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম এই মহড়ার উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মো. সাইফুল ইসলাম বলেন, মহড়ার মূল লক্ষ্য হলো অগ্নি প্রতিরোধ ও সবার মাঝে সচেতনতা সৃষ্টি করা। বিপদ আসলে কেউ যে দিশেহারা না হয়, মহড়ায় অংশগ্রহন করেই শেষ করবো না, বিপদে যেন আমরা আজকের প্রশিক্ষন কাজে লাগাতে পারি।


সর্বশেষ সংবাদ