নর্থ সাউথের অর্থ আত্মসাৎ মামলার আসামি ‘নিখোঁজ’

  © সংগৃহীত

রাজধানীর উত্তরা থেকে আশালয় হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক আমিন মোহা. হিলালী নিখোঁজ হয়েছেন বলে দাবি করেছে তার পরিবার। এ ঘটনায় তার ভাই রফিকুল ইসলাম হিলালী উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

রফিকুল ইসলাম দাবি করেন, শুক্রবার (১ জুলাই) রাত আটটায় উত্তরার ১০ নম্বর সেক্টরের বাসা থেকে বের হয়ে আমিন হিলালী আর ফেরেননি। পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

আমিন মোহা. হিলালী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি ক্রয়সংক্রান্ত অর্থ আত্মসাৎ মামলার আসামি। ক্যাম্পাসের জমি ক্রয় বাবদ অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয় দেখিয়ে তা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

এ ঘটনায় গত ৫ মে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিশ্ববিদ্যালয়ের চার ট্রাস্টিসহ ছয়জনের বিরুদ্ধে করা এ মামলায় আমিন মোহা. হিলালী ৬ নম্বর আসামি।

রফিকুল ইসলাম বলেন, রাত ৮টায় উত্তরার ১১ নম্বর সেক্টরর বাসা থেকে ১৩ নম্বর সেক্টরে নিজের বাসায় যেতে বের হন আমিন হিলালী। বের হয়েই তিনি তার গাড়িচালক জামাল উদ্দিনের সঙ্গে কথা বলেন। তখন তিনি গাড়িচালককে বলেছেন, অফিসের দিকে যাবেন এবং ১৫ মিনিট পর যোগাযোগ করতে বলেন। এরপর থেকেই আমিন হিলালীকে পাওয়া যাচ্ছে না। তার মুঠোফোনও বন্ধ রয়েছে।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. আখতারুজ্জামান ইলিয়াস বলেন, আমিন হিলালী নিখোঁজ হয়েছেন এ মর্মে জিডি হয়েছে। তার অবস্থানের বিষয়ে তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ