ইস্টার্ন ইউনিভার্সিটির ভিসির গাড়ি ভাঙচুর

পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে
পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে  © সংগৃহীত

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে ইস্টার্ন ইউনিভার্সিটির ভিসির গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ সময় ভিসি অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন তার ছেলেকে সঙ্গে নিয়ে শ্যামলীর দিকে যাচ্ছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উল্টো দিক থেকে আগারগাঁওয়ের দিকে আসার বাইপাস সড়কে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

ভিসি অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন জানান, বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়ে তার গাড়ির সামনের, পেছনের এবং দুই পাশের সব কাঁচ ভেঙে দিয়েছেন। এ সময় কাঁচের কয়েকটি টুকরো হাতে লাগলে তিনি আহত হন। 

তিনি আরও বলেন, হঠাৎ করেই বেশ কয়েকজন যুবক এসে ভাঙচুর শুরু করে।

প্রসঙ্গত, সকালে বিএনপির মহানগর দক্ষিণ ও উত্তরের নবগঠিত কমিটির নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বহু গাড়ি ভাঙচুর করেন বিএনপির নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ