মানারাত ইউনিভার্সিটিতে ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে বিজনেস ফেয়ার অনুষ্ঠিত

‘বিজনেস ফেয়ার ২০২৫’
‘বিজনেস ফেয়ার ২০২৫’  © সংগৃহীত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে ‘বিজনেস ফেয়ার ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায় প্রশাসন বিভাগের এন্টারপ্রিনিউরশিপ অ্যান্ড ইনোভেশন কোর্সের অংশ হিসেবে রবিবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাস প্রাঙ্গণে এ বিজনেস ফেয়ার আয়োজন করা হয়। 

সকালে ফিতা কেটে এ মেলা বা বিজনেস ফেয়ার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। এ সময় অন্যদের মাঝে  স্কুল অব বিজনেস অ্যান্ড ইকনোমিকসের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. মাহবুব আলম, রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন, সহযোগী অধ্যাপক মোহাম্মদ মামুন উর রশিদ, সহকারী অধ্যাপক ও বিজনেস ক্লাবের মডারেটর আশিকুন নাবী প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব মেলায় অংশে নেয়া ছাত্রছাত্রীদের বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় ছাত্রছাত্রীরা ঘরে তৈরি বিভিন্ন ধরনের পিঠাপুলি, সরবত, পানীয়, আচার, কেক, বিস্কুট, চটপটি, ফুসকা, জুয়েলারি সামগ্রী ইত্যাদির পসরা সাজিয়ে বসেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব মেলায় অংশ নেয়া ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরণের মেলার আয়োজনের মাধ্যমে ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের সৃজনশীল কাজের প্রতি আগ্রহী হওয়ার পাশাপাশি দলবদ্ধভাবে তাদের প্রকল্প উপস্থাপন, নেতৃত্বের দক্ষতা, উদ্ভাবনমূলক ধারণা পান।


সর্বশেষ সংবাদ