আবিপ্রবিতে ধর্ষণ ও চাঁদাবাজির বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন 

শিক্ষার্থীদের মানববন্ধন
শিক্ষার্থীদের মানববন্ধন  © টিডিসি

দেশের ক্রমবর্ধমান আইনশৃঙ্খলার অবনতি, চাঁদাবাজি, লুণ্ঠন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে শিক্ষার্থীরা একত্র হয়ে ধর্ষণ, নারী নির্যাতন ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাই আওয়াজ তোলেন। 

মানববন্ধনে অংশ নেওয়া এলাহী মাশরাফি বলেন, ‘ফেসবুক, নিউজপেপারে চোখ বুলাতেই দেখি ধর্ষণের নিউজ, চাঁদাবাজির নিউজ, হত্যাকাণ্ডের নিউজ। শিক্ষার্থী হিসেবে নিজের দেশে পরিপূর্ণ জীবনযাপন চাওয়াই কি আমাদের অপরাধ?’

আরেক শিক্ষার্থী রাফিউল আমিন বলেন, ‘শিক্ষার্থী হিসেবে আমাদের দায়িত্ব নিজেদের পড়াশোনাকে দেশের জন্য কাজে লাগানো। কিন্তু দেশে আজ এই অস্থিরতায় নিজেদের নিরাপত্তার চিন্তাতেই আমরা ব্যস্ত, দেশের উপকার করব কীভাবে?’

শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারকে এসব ব্যাপারে জিরো টলারেন্সে আসার জন্য অনুরোধ জানিয়েছেন। মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা সবাই মিলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


সর্বশেষ সংবাদ