কানাডিয়ান ইউনিভার্সিটিতে আইন বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান

নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান
নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান  © সংগৃহীত

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের স্প্রিং ২০২৫ ব্যাচের নবীনবরণ এবং সামার ২০২৪ ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রফেসর ড. এইচ এম জহিরুল হক। তিনি তার বক্তব্যে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও সৃজনশীলতা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।

উপাচার্য বলেন, শিক্ষা শুধু জ্ঞান অর্জনেরই মাধ্যম নয়, এটি ব্যক্তিত্ব বিকাশ, চরিত্র গঠন ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার একটি প্রধান উপায়। শিক্ষার্থীদের জীবনে দৃঢ় লক্ষ্য স্থির করে সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তা অর্জনের চেষ্টা করতে হবে।

অতিথি হিসেবে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য প্রফেসর ড. গিয়াস উদ্দিন আহসান । তিনিও তার বক্তব্যে উচ্চশিক্ষার গুরুত্ব ও ভূমিকা তুলে ধরে নবীন শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত উৎকর্ষ অর্জনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ মাকছুদুর রহমান ভুঁইয়া, পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তিনি বলেন, আইন খুবই বিস্তৃত একটি বিষয় এবং বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম চাহিদাসম্পন্ন বিষয় আইন। প্রথাগত বিষয়গুলোর বাইরে এসে এই বিষয়ের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা এখন আকাশচুম্বী। 

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার এই বিষয়ের ভবিষ্যৎ চাহিদার কথা বিবেচনা করে একটি স্বতন্ত্র ও পৃথক সার্ভিস কমিশন গঠন করে, যার নাম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং পরিচালক (জন-সংযোগ) জনাব এ.এস.এম.জি. ফারুক তার বক্তব্যে আইন শিক্ষার বহুমুখী দিক তুলে ধরে উল্লেখ করেন যে, সিইউবির আইন বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন মুটকোর্ট প্রতিযোগিতায় শীর্ষস্থান দখল করেছেন। 

প্রসঙ্গত, ২০২৪ সালে টিয়াইবি কর্তৃক আয়োজিত তৃতীয় দুর্নীতিবিরোধী মুটকোর্ট প্রতিযোগিতায় ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। এমনকি এ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষাথীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে কর্মরত রয়েছেন বলেও জানান তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইন বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান মোহাম্মদ সানজাদ শেখ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় জীবনের গুরুত্ব ও সময়ের সঠিক ব্যবহার এবং প্রাত্যহিক জীবন এ আইনের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করেন।

এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর এবং পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) তাদের বক্তব্যে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ তথ্য ও দিকনির্দেশনা প্রদান করেন। নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে আইন বিভাগের সাবেক ও নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence