প্রিমিয়ার ইউনিভার্সিটির ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

অবস্থান কর্মসূচি
অবস্থান কর্মসূচি  © টিডিসি ফটো

চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির ভিসি ড. অনুপম সেন ও প্রো ভিসি ট্রেজার এর পদত্যাগের দাবিতে ক্যাম্পাসের সামনে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করে চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে এ আন্দোলন শুরু করে তারা।

আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, ড. অনুপম সেন ফ্যাসিস্ট সরকারের দোসর এবং দখলদার মহিউদ্দীন চৌধুরী নিয়োগকৃত সহচর ও তার পুত্র সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সংশ্লিষ্টতায়, ক্ষমতাবলে এই ভার্সিটিকে কুক্ষিগত করে রেখেছে। 

সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল ও অনুপম সেনের দুর্নীতির অভিযোগ তুলে এক শিক্ষার্থী বলেন, নোফেল আর এই ভিসি অনুপম কোটি কোটি টাকা লুট করেছে এই ভার্সিটি থেকে, আমাদের কোন কোর্স ফুল হওয়ার আগেই তড়িঘড়ি করে সেমিস্টার শেষ করে দিয়েছে, আমাদের দাবি একটাই এই হাসিনার দোসর অনুপমের পদত্যাগ করতেই হবে।

পরবর্তীতে বিকেল ৪ টার দিকে কর্মসূচি স্থগিত করে, অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনসহ সকল ধরণের কার্যক্রম বন্ধ ঘোষণা দিয়ে গেট ফটকে সিলগালা করে দেয় শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ