নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ‘আন্ডারগ্র্যাজুয়েট ল’ সিম্পোজিয়াম

সিম্পোজিয়াম অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ
সিম্পোজিয়াম অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ  © টিডিসি ফটো

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘আন্ডারগ্র্যাজুয়েট ল সিম্পোজিয়াম সামার ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। তরুণ আইন গবেষকদের একাডেমিক অবদান উদ্‌যাপন করতে ২০২১ সাল থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগ এই সিম্পোজিয়ামটির আয়োজন করে আসছে। এই আয়োজনে দেশের ৩০টি বিশ্ববিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থী তাদের গবেষণা নিবন্ধ জমা দেন, যার মধ্যে ১৩টি নিবন্ধ চূড়ান্তভাবে উপস্থাপিত হয়।

এবারের সিম্পোজিয়ামে চ্যাম্পিয়ন হয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী মোবাসসিরা তাবাসসুম রাহি। প্রথম রানার-আপ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুরদানা চৌধুরী এবং দ্বিতীয় রানার-আপ নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপমা শর্মা।

সিম্পোজিয়ামে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির আইন বিভাগের সহকারী অধ্যাপক ড. লিটন চন্দ্র বিশ্বাস, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার মিস নাদিয়া রহমান, এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড এডুকেশনের পরিচালক মো. জহির উদ্দিন শোহাগ।  

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশে দক্ষ আইনজীবীর প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। এই ধরনের আয়োজন আইনি গবেষণায় শিক্ষার্থীদের আরও দক্ষ ও যোগ্য করে তুলবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস-এর ডিন অধ্যাপক রিজওয়ানুল ইসলাম এবং আইন বিভাগের বিভাগীয় প্রধান ড. ইশতিয়াক আহমেদ।  

আইন শিক্ষার্থীদের গবেষণার মাধ্যমে তাদের একাডেমিক ও পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ আইনজীবী হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন আয়োজকরা। এ জাতীয় সিম্পোজিয়াম ভবিষ্যতে আইন পেশার উন্নয়নে আরও নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ