কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অফ আর্কিটেক্টস পুরস্কার পেলেন এআইইউবি শিক্ষার্থী সারওয়াত

পুরস্কার গ্রহণ করছেন শাহিরা সারওয়াত
পুরস্কার গ্রহণ করছেন শাহিরা সারওয়াত  © টিডিসি ফটো

কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অফ আর্কিটেক্টস (সিএএ) পুরস্কার ২০২৪ অর্জন করেছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থী শাহিরা সারওয়াত। সিএএ পুরস্কার ২০২৪-এ ‘সিএএ প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড’ বিভাগে বিশেষ এই স্বীকৃতি অর্জন করেন এআইইউবির এই শিক্ষার্থী।

পুরস্কারটি চূড়ান্ত বর্ষের আর্কিটেকচার শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পকে স্বীকৃতি প্রদান করে। শাহিরা সারওয়াতের থিসিস প্রকল্প ছিল ‘হেরিটেজ স্যাংচুয়ারি ফর জিওলজি’। আর্কিটেকচার বিভাগের শিক্ষক আশিক ভাসকর মান্নান এবং ইরফাত আলমের তত্ত্বাবধানে থিসিস সম্পন্ন হয়েছে। প্রকল্পটির সার্বিক তত্ত্বাবধান করেছেন আর্কিটেকচার বিভাগের শিক্ষক আরেফীন ইব্রাহীম। 

জাফলংয়ের অনন্য ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য সংরক্ষণের উপর ভিত্তি করে এই থিসিসটি রচিত হয়েছে, যা সিলেট অঞ্চলের ঐতিহ্য এবং পরিবেশগত সংরক্ষণকে প্রাধান্য দেয়। সিএএ-এর প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড বিভাগে ২০২৪ সালে ৬৪টি এন্ট্রির মধ্যে মিস শাহিরা সারওয়াত তার কাজের জন্য প্রশংসা অর্জন করেছেন। 

এ বছর সিএএ বিভিন্ন বিভাগে মোট ১৫৯টি আবেদন জমা পড়েছে, যেখানে বিশ্বের ১২টি দেশের ৫টি অঞ্চলের বিজয়ী রয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি রুয়ান্ডার কিগালিতে অনুষ্ঠিত হয়। সিএএ-এর বিচারক স্থপতি মো. রফিক আজম ঢাকায় শাহিরা সারওয়াতের হাতে প্রশংসাপত্র তুলে দেন। এছাড়াও, শাহিরা সারওয়াতের প্রকল্পটি আর্কেশিয়া থিসিস অফ দ্যা ইয়ার ২০২৪-এর চূড়ান্ত রাউন্ডের জন্য মনোনীত হয়েছে, যেখানে এটি জাতীয় পর্যায় থেকে নির্বাচিত তিনটি শীর্ষ প্রকল্পের মধ্যে অন্যতম। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence