বিআইইউতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত

  © সংগৃহীত

রাজধানী ঢাকার গ্রীন মডেল টাউনে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (বিআইইউ) স্থায়ী ক্যাম্পাসে বিশ্ব শিক্ষক দিবস-২০২৩ উদযাপিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়ার নেতৃত্ব বৃহস্পতিবার (৫অক্টোবর)  একটি র‌্যালি বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্তর ও রাস্তা প্রদক্ষিন করে। 

র‌্যালি শেষে উপাচার্য প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়া বলেন, শিক্ষক তাঁর শিক্ষা আদান প্রদানের মাধ্যমে আদর্শ জাতি গঠনে ভূমিকা পালন করেন। শিক্ষাই আলো আর এই আলো শিক্ষার্থীদের মাঝে  ছড়িয়ে দেন সম্মানিত শিক্ষকগন। প্রকৃত শিক্ষাই জাতির উন্নয়নের নিয়ামক। মুক্তিযুদ্ধের চেতনায় আমরা এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও উন্নয়নের ধারা অব্যাহত রেখে চলছি। তিনি আরও বলেন বিশ্বের ৩৩তম দেশ হিসেবে বাংলাদেশ আজ নিউক্লিয়ার ক্লাবে যোগাদান করেছে, যা শিক্ষা ও গবেষণার সমন্বিত প্রয়াস বটে। তাই মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই। 
 
এ সময়ে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. আ ন ম রফিকুর রহমান, ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শের মোহাম্মদ, রেজিস্ট্রার বদরুল হায়দার চৌধুরী, সিনিয়র প্রফেসর মুহাম্মাদ মনসুরর রহমান,  অধ্যাপক আবদুল হাই শিকদার, ব্যবসা প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সুলতান আহমদ, অধ্যাপক ড.  মো: মিজানুর রহমান, আইন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. গোলাম রসুলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী এ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।


সর্বশেষ সংবাদ