প্রকাশ:
২৮ জুলাই ২০২৩, ০৮:২৩ PM
, আপডেট:
২৮ জুলাই ২০২৩, ০৮:২৩ PM
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের লোগো
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজেরারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ একসময় রীতিতে পরিণত হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে এই রীতির অনেকটাই অবসান ঘটেছে। বর্তমানে বেশকিছু স্বনামধন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজেরার, রেজিস্ট্রার এবং ডিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের নয় বরং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও নিয়োগ দেয়া হচ্ছে।
বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বিগত কয়েকবছরে ব্র্যাক ইউনিভার্সিটি, অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি), ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি), গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশসহ বেশ কয়েকটি প্রথম সারির বিশ্ববিদ্যালয়েই সর্বোচ্চ প্রশাসনিক পদ উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিদেশি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা।
এদের মধ্যে দেশের প্রথম মহিলা উপাচার্য কারমেন জেড লামাগনা অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশর (এআইইউবি) উপাচার্য হওয়ার আগে পার্পেচুয়াল হেল্প ইউনিভার্সিটির এবং এএমএ কম্পিউটার কলেজের ফ্যাকালিটি মেম্বার ছিলেন। আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব টেকনিক্যাল মালয়েশিয়াসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিন দশকের বেশি সময় অধ্যাপনা ও গবেষণা করেছেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের বর্তমান উপাচার্য কামরুল আহসান। ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য ভিনসেন্ট চ্যাং চীনের শেনঝেনে দি চাইনিজ ইউনিভার্সিটি অব হংকংয়ে এবং ওমানের মাসকটে ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজিতে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন।
একই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে আমরা প্রায় ১৫ জন এই বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেছি। এ পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েটসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা অংশ নিয়েছিল। পরীক্ষায় অংশ নিয়ে পাবলিকের কয়েকজন গ্র্যাজুয়েটও বাদ পড়েছেন। কিন্তু নিজেদের যোগ্যতা প্রমাণ করে ড্যাফোডিলের ৫ জন গ্র্যাজুয়েটসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন গ্র্যাজুয়েটই প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন।- মিজানুর রহমান, প্রভাষক এবং প্রাক্তন শিক্ষার্থী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়
এছাড়া গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের আগে অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন এবং এই বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্যের দায়িত্বও পালন করেছেন। বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তানভীর হাসান ইতিপূর্বে যুক্তরাষ্ট্রের রুজভেল্ট বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। একই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করে সেখানকার উপাচার্য হয়েছেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য ইয়াসমীন আরা লেখা; এর আগে এই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বর্তমান উপাচার্য প্রফেসর ড. এইচএম জহিরুল হক ইউক্রেনের চেরকাসি স্টেট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি এবং খারকিভ স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি অব রেডিও ইলেকট্রনিক্সে শিক্ষকতা করেছেন। ড. জহিরুল এছাড়াও সিলেটের লিডিং ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) অধ্যাপনা করেছেন। ইতিপূর্বে তিনি ইউল্যাবের উপ-উপাচার্য এবং উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও একাডেমিক পদে নিয়োগের ক্ষেত্রেই নয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও এসেছে পরিবর্তন। একসময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পাবলিকের শিক্ষার্থীদের প্রাধান্য দেয়া হলেও বর্তমানে নিয়োগের ক্ষেত্রে সমান গুরুত্ব পাচ্ছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরাও। কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে নিয়োগপ্রাপ্ত বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি বড় অংশ এসব বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।
ঢাবি ও বুয়েটসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের সঙ্গে একই নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েই প্রভাষক পদে নিয়োগ পাচ্ছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এসব শিক্ষার্থী। সাম্প্রতিক সময়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন তাদেরই একজন মো. মিজানুর রহমান। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে একই বিভাগের প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
যেহেতু বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বয়স বেড়েছে, সেখানে প্রভাষক থেকে পদোন্নতি পেয়ে অনেকেই অধ্যাপক হয়েছেন। প্রাইভেট বিশ্ববিদ্যালয়েই শিক্ষকতা করার পাশাপাশি উচ্চ শিক্ষা অর্জন করে তারা উপাচার্য হওয়ার মতো যোগ্যতাসম্পন্ন হয়েছেন। একারণে অন্য কোন নিয়মনীতিতে আটকাচ্ছে না এবং তারা সেইসব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন। এককথায় আমরা বলতে পারি তাহলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়সমূহ দিন বাড়ার সাথে সাথে মানসম্মত হচ্ছে। ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখতে পারলে তারা আরো ভালো করবেন- অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, উপ-উপাচার্য (শিক্ষা), ঢাকা বিশ্ববিদ্যালয়
মিজানুর রহমান বলেন, একই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে আমরা প্রায় ১৫ জন এই বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেছি। এ পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েটসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা অংশ নিয়েছিল। তাদের সঙ্গে নিজেদের যোগ্যতা প্রমাণ করেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থীই প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন।
তিনি আরও বলেন, আমার সঙ্গে পরীক্ষায় অংশ নিয়ে পাবলিকের কয়েকজন গ্র্যাজুয়েটও বাদ পড়েছেন। এতে ড্যাফোডিলের মোট ৫ জন গ্র্যাজুয়েট প্রভাষক হয়েছেন, অন্যরা ছিলেন বিভিন্ন সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগেও এখানকার অনেক গ্র্যাজুয়েট অধ্যাপনা করছেন বলেও জানান তিনি।
বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহ যোগ্য শিক্ষক এবং প্রশাসক তৈরি করছে বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) শিক্ষাবিদ অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের সাথে পরীক্ষা দিয়ে নিজ বিশ্ববিদ্যালয়ে অথবা অন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হচ্ছেন। তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারছে বলে সেখানকার ফ্যাকাল্টি মেম্বার হচ্ছেন।
তিনি আরও বলেন, শুরুর দিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে অভিজ্ঞ শিক্ষক থাকার সুযোগ ছিল না বিধায় উপাচার্যসহ প্রশাসনিক পদে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দায়িত্ব দেয়া হতো। এখন যেহেতু বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বয়স বেড়েছে, সেখানে প্রভাষক থেকে পদোন্নতি পেয়ে অনেকেই অধ্যাপক হয়েছেন। প্রাইভেট বিশ্ববিদ্যালয়েই শিক্ষকতা করার পাশাপাশি উচ্চ শিক্ষা অর্জন করে তারা উপাচার্য হওয়ার মতো যোগ্যতাসম্পন্ন হয়েছেন। একারণে অন্য কোন নিয়মনীতিতে আটকাচ্ছে না এবং তারা সেইসব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন। এককথায় আমরা বলতে পারি তাহলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়সমূহ দিন বাড়ার সাথে সাথে মানসম্মত হচ্ছে। ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখতে পারলে তারা আরো ভালো করবেন।
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 5
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
Event: dbquery
Events
0.04 ms
Query
Database
0.45 ms
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 15
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
Event: dbquery
Events
0.02 ms
Query
Database
0.45 ms
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 17
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
Event: dbquery
Events
0.02 ms
Query
Database
0.36 ms
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 16
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
Event: dbquery
Events
0.01 ms
Query
Database
0.46 ms
SELECT *
FROM `wg_front_settings`
Event: dbquery
Events
0.02 ms
Connecting to Database: "prev"
Database
0.96 ms
Query
Database
2.25 ms
SELECT *
FROM `wg_article`
WHERE `status` = 1
AND `id_article` = '120952'
Event: dbquery
Events
0.02 ms
Query
Database
0.55 ms
SELECT *
FROM `wg_category`
WHERE `id_category` = '5'
Event: dbquery
Events
0.03 ms
Query
Database
3.23 ms
SELECT `article_body`
FROM `wg_articledetail`
WHERE `id_article` = '120952'
Event: dbquery
Events
0.03 ms
Query
Database
3.97 ms
SELECT *
FROM `wg_article`
WHERE `status` = 1
AND `id_article` IN ('120852','120630','120121')
ORDERBY `id_article` DESC
Event: dbquery
Events
0.04 ms
Query
Database
1.61 ms
SELECT *
FROM `wg_article`
WHERE `status` = 1
AND `id_article` != '120952'
ORDERBY `id_article` DESCLIMIT 10
Event: dbquery
Events
0.04 ms
Query
Database
0.99 ms
SELECT `id_menuitem`, `parent_id`, `item_name`, `link_type`, `menu_url`
FROM `wg_menuitem`
WHERE `status` = 1
AND `id_menu` = 1
ORDERBY `menu_order` asc
Event: dbquery
Events
0.04 ms
View: detail.php
Views
1.74 ms
After Filters
Timer
0.01 ms
Required After Filters
Timer
0.34 ms
Database (11 total Queries, 11 of them unique across 2 Connections)
Time
Query String
0.79 ms
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 5
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 15
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 17
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 16
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজেরারসহ প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে আগে শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দেখা গেলেও সাম্প্রতিক সময়ে এই রীতির অবসান ঘটেছে।
<p style="text-align: justify;">বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজেরারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ একসময় রীতিতে পরিণত হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে এই রীতির অনেকটাই অবসান ঘটেছে। বর্তমানে বেশকিছু স্বনামধন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজেরার, রেজিস্ট্রার এবং ডিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের নয় বরং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও নিয়োগ দেয়া হচ্ছে। </p>
<p style="text-align: justify;">বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বিগত কয়েকবছরে ব্র্যাক ইউনিভার্সিটি, অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি), ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি), গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশসহ বেশ কয়েকটি প্রথম সারির বিশ্ববিদ্যালয়েই সর্বোচ্চ প্রশাসনিক পদ উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিদেশি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা।</p>
<p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://thedailycampus.com/resources/uploaded/01%20TDC/New%20Project%20-%202023-07-28T221212-550.jpg" alt="" width="825" height="465" /></p>
<p style="text-align: justify;">এদের মধ্যে দেশের প্রথম মহিলা উপাচার্য কারমেন জেড লামাগনা অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশর (এআইইউবি) উপাচার্য হওয়ার আগে পার্পেচুয়াল হেল্প ইউনিভার্সিটির এবং এএমএ কম্পিউটার কলেজের ফ্যাকালিটি মেম্বার ছিলেন। আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব টেকনিক্যাল মালয়েশিয়াসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিন দশকের বেশি সময় অধ্যাপনা ও গবেষণা করেছেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের বর্তমান উপাচার্য কামরুল আহসান। ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য ভিনসেন্ট চ্যাং চীনের শেনঝেনে দি চাইনিজ ইউনিভার্সিটি অব হংকংয়ে এবং ওমানের মাসকটে ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজিতে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন।</p>
<blockquote>
<p style="text-align: justify;"><span style="color: #ba372a;"><strong>একই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে আমরা প্রায় ১৫ জন এই বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেছি। এ পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েটসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা অংশ নিয়েছিল। পরীক্ষায় অংশ নিয়ে পাবলিকের কয়েকজন গ্র্যাজুয়েটও বাদ পড়েছেন। কিন্তু নিজেদের যোগ্যতা প্রমাণ করে ড্যাফোডিলের ৫ জন গ্র্যাজুয়েটসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন গ্র্যাজুয়েটই প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন।- </strong>মিজানুর রহমান, প্রভাষক এবং প্রাক্তন শিক্ষার্থী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়</span></p>
</blockquote>
<p style="text-align: justify;">এছাড়া গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের আগে অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন এবং এই বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্যের দায়িত্বও পালন করেছেন। বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তানভীর হাসান ইতিপূর্বে যুক্তরাষ্ট্রের রুজভেল্ট বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। একই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করে সেখানকার উপাচার্য হয়েছেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য ইয়াসমীন আরা লেখা; এর আগে এই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। </p>
<p style="text-align: justify;">কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বর্তমান উপাচার্য প্রফেসর ড. এইচএম জহিরুল হক ইউক্রেনের চেরকাসি স্টেট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি এবং খারকিভ স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি অব রেডিও ইলেকট্রনিক্সে শিক্ষকতা করেছেন। ড. জহিরুল এছাড়াও সিলেটের লিডিং ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) অধ্যাপনা করেছেন। ইতিপূর্বে তিনি ইউল্যাবের উপ-উপাচার্য এবং উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।<img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://thedailycampus.com/resources/uploaded/01%20TDC/New%20Project%20-%202023-07-28T221314-728.jpg" alt="" width="825" height="465" /></p>
<p style="text-align: justify;">শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও একাডেমিক পদে নিয়োগের ক্ষেত্রেই নয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও এসেছে পরিবর্তন। একসময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পাবলিকের শিক্ষার্থীদের প্রাধান্য দেয়া হলেও বর্তমানে নিয়োগের ক্ষেত্রে সমান গুরুত্ব পাচ্ছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরাও। কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে নিয়োগপ্রাপ্ত বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি বড় অংশ এসব বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। </p>
<p style="text-align: justify;">ঢাবি ও বুয়েটসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের সঙ্গে একই নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েই প্রভাষক পদে নিয়োগ পাচ্ছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এসব শিক্ষার্থী। সাম্প্রতিক সময়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন তাদেরই একজন মো. মিজানুর রহমান। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে একই বিভাগের প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। </p>
<blockquote>
<p style="text-align: justify;"><strong><span style="color: #ba372a;">যেহেতু বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বয়স বেড়েছে, সেখানে প্রভাষক থেকে পদোন্নতি পেয়ে অনেকেই অধ্যাপক হয়েছেন। প্রাইভেট বিশ্ববিদ্যালয়েই শিক্ষকতা করার পাশাপাশি উচ্চ শিক্ষা অর্জন করে তারা উপাচার্য হওয়ার মতো যোগ্যতাসম্পন্ন হয়েছেন। একারণে অন্য কোন নিয়মনীতিতে আটকাচ্ছে না এবং তারা সেইসব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন। এককথায় আমরা বলতে পারি তাহলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়সমূহ দিন বাড়ার সাথে সাথে মানসম্মত হচ্ছে। ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখতে পারলে তারা আরো ভালো করবেন- </span></strong><span style="color: #ba372a;">অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, উপ-উপাচার্য (শিক্ষা), ঢাকা বিশ্ববিদ্যালয়</span></p>
</blockquote>
<p style="text-align: justify;">মিজানুর রহমান বলেন, একই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে আমরা প্রায় ১৫ জন এই বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেছি। এ পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েটসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা অংশ নিয়েছিল। তাদের সঙ্গে নিজেদের যোগ্যতা প্রমাণ করেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থীই প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন।</p>
<p style="text-align: justify;">তিনি আরও বলেন, আমার সঙ্গে পরীক্ষায় অংশ নিয়ে পাবলিকের কয়েকজন গ্র্যাজুয়েটও বাদ পড়েছেন। এতে ড্যাফোডিলের মোট ৫ জন গ্র্যাজুয়েট প্রভাষক হয়েছেন, অন্যরা ছিলেন বিভিন্ন সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগেও এখানকার অনেক গ্র্যাজুয়েট অধ্যাপনা করছেন বলেও জানান তিনি।</p>
<p style="text-align: justify;">বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহ যোগ্য শিক্ষক এবং প্রশাসক তৈরি করছে বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) শিক্ষাবিদ অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের সাথে পরীক্ষা দিয়ে নিজ বিশ্ববিদ্যালয়ে অথবা অন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হচ্ছেন। তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারছে বলে সেখানকার ফ্যাকাল্টি মেম্বার হচ্ছেন।</p>
<p style="text-align: justify;">তিনি আরও বলেন, শুরুর দিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে অভিজ্ঞ শিক্ষক থাকার সুযোগ ছিল না বিধায় উপাচার্যসহ প্রশাসনিক পদে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দায়িত্ব দেয়া হতো। এখন যেহেতু বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বয়স বেড়েছে, সেখানে প্রভাষক থেকে পদোন্নতি পেয়ে অনেকেই অধ্যাপক হয়েছেন। প্রাইভেট বিশ্ববিদ্যালয়েই শিক্ষকতা করার পাশাপাশি উচ্চ শিক্ষা অর্জন করে তারা উপাচার্য হওয়ার মতো যোগ্যতাসম্পন্ন হয়েছেন। একারণে অন্য কোন নিয়মনীতিতে আটকাচ্ছে না এবং তারা সেইসব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন। এককথায় আমরা বলতে পারি তাহলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়সমূহ দিন বাড়ার সাথে সাথে মানসম্মত হচ্ছে। ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখতে পারলে তারা আরো ভালো করবেন।</p>
realtednews
$value array (3)
0 => stdClass#107 (48)
$value[0]
Properties (48)
id_article -> string (6) "120852"
$value[0]->id_article
article_title -> UTF-8 string (189) "বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি: দুই মাসের মধ্যে বিধি তৈরির পরিকল্পনা"
home_title -> UTF-8 string (144) "বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি দিল ছাত্র অধিকার পরিষদ"
$value[1]->home_title
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি দিল ছাত্র অধিকার পরিষদ
share_title -> UTF-8 string (144) "বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি দিল ছাত্র অধিকার পরিষদ"
$value[1]->share_title
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি দিল ছাত্র অধিকার পরিষদ
DetailNews -> null
$value[1]->DetailNews
article_shoulder -> string (0) ""
$value[1]->article_shoulder
article_hanger -> string (0) ""
$value[1]->article_hanger
article_summary -> UTF-8 string (476) "সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটি ঘোষণা করছে বাংলাদেশ ছাত্র...
$value[1]->article_summary
সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটি ঘোষণা করছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। গতকাল শনিবার (২২ জুলাই) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক...
article_summary -> UTF-8 string (482) "দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি কোর্স চালু করতে চায় সরকার। এজন্য ...
$value[2]->article_summary
দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি কোর্স চালু করতে চায় সরকার। এজন্য বার বার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) তাগাদা দেওয়া হলেও সংস্থাটি নীতিমালাই তৈরি করতে পারেনি।
হাবিপ্রবিতে ৫৭৭ আসন ফাঁকা, সবচেয়ে বেশি প্রকৌশল অনুষদে
article_shoulder -> string (0) ""
$value[0]->article_shoulder
article_hanger -> string (0) ""
$value[0]->article_hanger
article_summary -> UTF-8 string (528) "দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি...
$value[0]->article_summary
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম মেধাতালিকার ভর্তি শেষে মোট ৫৭৭টি আসন শূন্য রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ১ হাজার...
জুলাইয়ের ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ফের ঐক্যের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, নিজেদের বিভাজনকে দেশ ও জাতির স্বার্থে মিটিয়ে ফেলতে হবে।
article_summary -> UTF-8 string (991) "রাজশাহী সীমান্তে দুই প্রতারককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার...
$value[3]->article_summary
রাজশাহী সীমান্তে দুই প্রতারককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা সেনাপ্রধানের গৃহশিক্ষক ও মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসের (এমইএস) ঠিকাদার পরিচয় দিয়ে গরু ব্যবসায়ীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২২ মে) বিকেলে বিজিবি ১১ ব্যাটালিয়ন, রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
ইরানের প্রখ্যাত আল-মুস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ঢাকাস্থ বাংলাদেশ অফিস পরিদর্শন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
বৃহস্পতিবার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের কান্ট্রি...
home_title -> UTF-8 string (197) "উপাচার্যের ওপর হামলায় জড়িতদের শাস্তি চেয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সমাবেশ"
$value[5]->home_title
share_title -> UTF-8 string (197) "উপাচার্যের ওপর হামলায় জড়িতদের শাস্তি চেয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সমাবেশ"
$value[5]->share_title
article_shoulder -> string (0) ""
$value[5]->article_shoulder
article_hanger -> string (0) ""
$value[5]->article_hanger
article_summary -> UTF-8 string (458) "জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর ওপর হামলার ঘ...
$value[5]->article_summary
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর ওপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে প্রতিবাদ সমাবেশ ও র্যালি করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
home_title -> UTF-8 string (88) "নেত্রকোনায় অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার"
$value[6]->home_title
নেত্রকোনায় অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার
share_title -> UTF-8 string (88) "নেত্রকোনায় অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার"
$value[6]->share_title
নেত্রকোনায় অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার
article_shoulder -> string (0) ""
$value[6]->article_shoulder
article_hanger -> string (0) ""
$value[6]->article_hanger
article_summary -> UTF-8 string (425) "নেত্রকোনায় পূর্বধলা ও কেন্দুয়া উপজেলা থেকে অজ্ঞাত স্থান থেকে দুইজনের মরদেহ উ...
$value[6]->article_summary
নেত্রকোনায় পূর্বধলা ও কেন্দুয়া উপজেলা থেকে অজ্ঞাত স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২২ মে) একজন নারী ও এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
home_title -> UTF-8 string (140) "জুলাইয়ের গাদ্দারদের উদ্দেশ্যে যা বললেন সাদিক কায়েম "
$value[7]->home_title
share_title -> UTF-8 string (140) "জুলাইয়ের গাদ্দারদের উদ্দেশ্যে যা বললেন সাদিক কায়েম "
$value[7]->share_title
article_shoulder -> string (0) ""
$value[7]->article_shoulder
article_hanger -> string (0) ""
$value[7]->article_hanger
article_summary -> UTF-8 string (798) "জুলাই গাদ্দারদের হুঁশিয়ারি করেছেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্...
$value[7]->article_summary
জুলাই গাদ্দারদের হুঁশিয়ারি করেছেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম। তিনি বলেছেন, ‘জুলাইয়ের গাদ্দারদের বলতে চাই—ইতিহাস তোমাদের ক্ষমা করবেনা। জুলাইয়ের প্রধান শক্তিগুলোর বিভাজন সৃষ্টির দায় তোমাদেরই।’
article_summary -> UTF-8 string (764) "ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ড নিয়ে এখন পুরো দেশ উত্তাল। ত...
$value[8]->article_summary
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ড নিয়ে এখন পুরো দেশ উত্তাল। তার মৃত্যুতে দেশজুড়ে শোক, ক্ষোভ, প্রতিবাদ ও বিচার দাবি উঠেছে, যা স্বাভাবিক। তবে সাম্য হত্যার পেছনের মূল কারণটি খতিয়ে দেখলে দেখা যায়, এটি কোনো রাজনৈতিক প্রতিহিংসার ফল নয়; বরং এটি মাদকের ভয়াল থাবার এক নির্মম পরিণতি।
home_title -> UTF-8 string (176) "মাদ্রাসা সুপারের কাছে চাঁদা নিয়ে ছাত্রদলের ২ গ্রুপের সংঘর্ষ, আহত ৫"
$value[9]->home_title
share_title -> UTF-8 string (176) "মাদ্রাসা সুপারের কাছে চাঁদা নিয়ে ছাত্রদলের ২ গ্রুপের সংঘর্ষ, আহত ৫"
$value[9]->share_title
article_shoulder -> string (0) ""
$value[9]->article_shoulder
article_hanger -> string (0) ""
$value[9]->article_hanger
article_summary -> UTF-8 string (462) "নাটোরে তিরাইল ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপারের কাছে চাঁদা দাবি করাকে কেন্দ্...
$value[9]->article_summary
নাটোরে তিরাইল ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপারের কাছে চাঁদা দাবি করাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে ২ গ্রুপের অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের প্রাথমিক
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজেরারসহ প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে আগে শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দেখা গেলেও সাম্প্রতিক সময়ে এই রীতির অবসান ঘটেছে।
পাবলিক নির্ভরতা কাটিয়ে উঠছে বেসরকারি বিশ্ববিদ্যালয় : The Daily Campus
share_title
পাবলিক নির্ভরতা কাটিয়ে উঠছে বেসরকারি বিশ্ববিদ্যালয় : The Daily Campus
page_desc
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজেরারসহ প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে আগে শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দেখা গেলেও সাম্প্রতিক সময়ে এই রীতির অবসান ঘটেছে।