ইউআইটিএসে শরৎকালীন প্রি-অরিয়েন্টেশন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ অক্টোবর ২০২২, ০৯:০৫ PM , আপডেট: ১৯ অক্টোবর ২০২২, ০৯:২৫ PM
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস(ইউআইটিএস)-এর বিজনেস স্টাডিজ বিভাগে শরৎকালীন সেমিস্টার ২০২২-এর শিক্ষার্থীদের প্রি-অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়টির বিজনেস স্টাডিজ বিভাগের উদ্যোগে ও বিজনেস ক্লাবের সার্বিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে এ অনুষ্ঠানের আয়োজিত হয়েছে।
প্রি-অরিয়েন্টেশন প্রোগ্রামে ইউআইটিএসের বিজনেস স্টাডিজ এর বিভাগীয় প্রধান মো. ইয়াহিন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, মেটাসেন্টার লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও ইউআইটিএসের বিজনেস স্টাডিজ বিভাগের এলামনাই লেফটেন্যান্ট কমান্ডার (অব.) এবিএম মাহবুবার রশিদ, বিজনেস অনুষদেন ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করুন নিউজিল্যান্ডে
অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন বিজনেস স্টাডিজ বিভাগীয় সহকারী অধ্যাপক ও ৫৪তম ব্যাচের উপদেষ্টা ফারহানা রহমান সুমি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ এর বিভাগীয় সহকারি অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর জনাব মোঃ হোসেন মিয়াজি, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা জনাব মোঃ ওমর ফারুক-সহ বিভাগীয় সম্মানিত শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা। বিভাগীয় শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় সমাপ্তি হয় প্রি-অরিয়েন্টেশন অনুষ্ঠানের।