কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৫ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৮ PM

শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। মঙ্গলবার শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে এ ঘোষণা দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধি তালুকদার পিয়াস বলেন, আদালতের রায় আসার আগ পর্যন্ত স্বাভাবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।
এর আগে মঙ্গলবার সচিবালয়ে যান আন্দোলনরতদের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের একজন জান্নাতুল নাইম বলেন, সচিবালয়ে গিয়ে আমরা সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ আলমের সঙ্গে সাক্ষাৎ করি। আগে আমাদের যেমন আশ্বস্ত করা হয়েছিল, এবারও সেই একইভাবে আশ্বস্ত করে বলা হয় যে এটা আদালতের রায়, এর এখতিয়ার হচ্ছে বিচারকের। তারা বললেন— সরকারের ওপর বিশ্বাস ও আস্থা রাখতে।
এর আগে দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন। পূর্ব ঘোষণা অনুযায়ী তারা এ কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন।
এ সময় তারা ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘দালালি না রাজপথ-রাজপথ রাজপথ’, ‘হয়তো মোদের যোগদান দেন-নয়তো মোদের জীবন নেন’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
শাহবাগ মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদ্যসদের শক্ত অবস্থান নিতে দেখা যায়। এর আগে, সোমবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে রাত্রিযাপন করেন আন্দোলনকারীরা।