এসএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রদলের মানবিক বুথ

বাগেরহাটে এসএসসি পরীক্ষার্থীদের সহযোগিতা করছেন ছাত্রদলের নেতাকর্মীরা
বাগেরহাটে এসএসসি পরীক্ষার্থীদের সহযোগিতা করছেন ছাত্রদলের নেতাকর্মীরা  © টিডিসি ফটো

বাগেরহাটে এসএসসি পরীক্ষার্থীদের সহযোগিতার জন্য কেন্দ্রের সামনে মানবিক বুথ স্থাপন করেছে জেলা ছাত্রদল। সেখান থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের কলম, স্যালাইন ও পানি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল থেকে শহরের পরীক্ষা কেন্দ্রগুলোর সামনে মানবিক বুথ থেকে সেবা দিতে দেখা যায় নেতাদের। তাদের এমন উদ্যোগে খুশি পরীক্ষার্থী ও অভিভাবকরা।

ঝুমা বেগম নামের এক অভিভাবক বলেন, ‘স্বামী প্রবাসে, বাড়িতে কেউ নেই। তাই বাধ্য হয়ে ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চার মাসের শিশুকে কোলে নিয়ে বড় ছেলে আবু রায়হানকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে এসেছি। এখানে আসার পরে ছাত্রদলের কয়েকজন সদস্য সিট খোজার জন্য সহযোগিতা করেছেন, তাতে সত্যিই কৃতজ্ঞ।’

মাহফুজুর রহমান নামের এক অভিভাবক বলেন, ‘প্রচণ্ড গরমে অসুস্থ বোধ হচ্ছিল। তখনই ছাত্রদলের সদস্যরা এসে আমাকে স্যালাইন ও পানি খাওয়ায় এবং নিরাপদ স্থানে অবস্থান করায়। এ উদ্যোগগুলো যদি সব জায়গায় হয়, তাহলে পরীক্ষার্থীদের অনেক উপকার হবে। রাজনীতির এমন মানবিক রূপ খুবই প্রয়োজন।’

আরো পড়ুন: এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৬৯২৮ জন, বহিষ্কার ২২

পরীক্ষার্থী আবু রায়হান বলেন, ‘হলে ঢোকার আগে খুব চিন্তায় ছিলাম, কিন্তু ভাইয়েরা যেভাবে সাহায্য করল, সেটা মনে থাকবে সারাজীবন।’ আরেক পরীক্ষার্থী তানজিলা আক্তারের ভাষ্য, ‘আমার কলম পড়ে গিয়েছিল, ওখানে গিয়ে সঙ্গে সঙ্গে পেয়ে যাই। এমনটা কখনো কল্পনাও করিনি।’

জেলা ছাত্রদলের নেতা শেখ আল মামুন বলেন, রাজনীতি মানেই দেশ ও জনগণের সেবা। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শিক্ষার্থীদের সেবার জন্য এ উদ্যোগ নিয়েছি। পুরো পরীক্ষাজুড়ে এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান এ নেতা।


সর্বশেষ সংবাদ