’২৪ বড় না ’৭১ বড়— প্রশ্নে আসিফ মাহমুদ বললেন, এটা কোনো প্রশ্ন হলো?

উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া
উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া  © সংগৃহীত

স্বাধীনতা দিবস উপলক্ষে আজ বুধবার (২৬ মার্চ) সকালে শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া। শ্রদ্ধা জানিয়ে সেখান থেকে ফিরছিলেন এই উপদেষ্টা। এ সময় মুখোমুখি হন গণমাধ্যমকর্মীদের।

তাদের সঙ্গে আলাপকালে এক সাংবাদিকের প্রশ্ন শুনে পাল্টা প্রশ্ন করেন আসিফ মাহমুদ। জুলাই ’২৪ বড় না ’৭১ বড়- সাংবাদিকের করা এমন প্রশ্ন শুনেই অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বললেন, ‘এটা কোনো প্রশ্ন হলো?’

এর আগে আসিফ মাহমুদ বলেন, ১৯৭১ সালে দেশকে জন্ম দিয়েছে, আমরা স্বাধীনতা অর্জন করেছি, রক্তক্ষয়ী স্বাধীনতা। আমরা মনে করি, ২০২৪ সালে সেই স্বাধীনতাকে রক্ষা করেছে।
 
তিনি বলেন, ২০২৪ সালে আবারও একটি রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থান হয়েছে। ১৯৭১ সালে অর্জিত স্বাধীনতাকে আমাদের রক্ষা করার যে লড়াই, তার অন্যতম ধাপ হচ্ছে চব্বিশ। এই স্বাধীনতা সামনের দিনগুলোতেও বাংলাদেশে থাকবে। আর কখনোই একটি স্বাধীন ভূখণ্ডে এ দেশের মানুষ পরাধীন বোধ করবে না।


সর্বশেষ সংবাদ