ঢাকাসহ যেসব বিভাগ ও জেলা সামলাবেন হাসনাত আবদুল্লাহ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৪ PM , আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৪ PM

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠকের (দক্ষিণাঞ্চল) দায়িত্ব পেয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তার দায়িত্বে রয়েছে ৪টি বিভাগ। এর মধ্যে ঢাকা বিভাগের একটি অংশেও দায়িত্ব পালন করবেন তিনি।
দায়িত্ব পাওয়ার পর আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে হাসনাত আব্দুল্লাহ এ কথা জানান।
পোস্টে তিনি লেখেন, চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, ঢাকা বিভাগ (আংশিক: ঢাকা মহানগর দক্ষিণ,নারায়ণগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ)। স্বাধীন, সার্বভৌম বাংলাদেশের এই জেলাগুলোর ফ্যাসিবাদবিরোধী এবং বাংলাদেশপন্থী ছাত্রজনতার সঙ্গে অচিরেই দেখা হবে, ইনশাআল্লাহ।
আমরা বাংলাদেশের আপামর ছাত্রজনতার দ্বারে দ্বারে পৌঁছাতে চাই, তাদের মহাকাব্যিক সংগ্রামের বীরত্বগাঁথা এবং তাদের স্বপ্ন ও প্রত্যাশার গল্পগুলো শুনতে চাই। কামার, কুমোর, কৃষক, শ্রমিক, দিনমজুর থেকে শুরু করে বাংলাদেশের সকল স্তরের জনগণকে সাথে নিয়ে আমরা আমাদের নতুন বাংলাদেশ গড়বো।
জুলাই গণ-অভ্যুত্থানে দেশমাতৃকার তরে অকাতরে প্রাণ বিলিয়ে দেওয়া শহীদদের রক্তের ঋণ পূরণ করতে আমরা আমাদের সর্বোচ্চটুকু বিলিয়ে দিতে প্রস্তুত আছি। জুলাই আমাদেরকে নতুন বাংলাদেশ সৃষ্টির দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। আমরা সবাই মিলে আমাদের সেই চির আকাঙ্ক্ষিত বাংলাদেশ নির্মাণ করব, ইনশাআল্লাহ।