ছাত্রসংগঠনগুলোর কাছে আরো দায়িত্বশীল আচরণ প্রত্যাশা শিবিরের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ০৮:২৬ PM , আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫, ০৮:২৬ PM

ছাত্রসংগঠনগুলোর মধ্যেকার অভ্যন্তরীন সম্পর্ক আরো দৃঢ় করতে সকল পক্ষের নিকট আন্তরিক, বন্ধুত্বপূর্ণ ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বলে উল্লেখ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। আজ রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় দেশের বিদ্যমান পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে রাজধানীর পুরানা পল্টনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্রশিবির সভাপতি বলেন, ‘সাম্প্রতিককালে বিভিন্ন ঘটনায় কয়েকটি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ কর্তৃক বিভাজন সৃষ্টিকারী কিছু বক্তব্য আমাদের নজরে এসেছে। এ অবস্থায় ছাত্রসংগঠনগুলোর মধ্যেকার অভ্যন্তরীন সম্পর্ক আরো দৃঢ় করতে সকল পক্ষের নিকট আমরা আন্তরিক, বন্ধুত্বপূর্ণ ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি। বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী প্রতিটি ছাত্র সংগঠনের সাথে ঐক্য করতে প্রস্তুত।’
তিনি বলেন, ‘আওয়ামী স্বৈরাচারের পতনের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির গুণগত যে পরিবরতন হওয়ার কথা ছিলো তা অনেকাংশে অনুপস্থিত। বিভিন্ন রাজনৈতিক দলসমূহের মধ্যে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে জাতীয় ঐক্য গড়ে না ওঠা, সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপর হামলা, কিছু রাজনৈতিক ছাত্র সংগঠনের চাঁদাবাজি, ছিন্তাই, বিভিন্ন অনলাইন ক্যাম্পেইন ও প্রোপাগান্ডা, ট্যাগিং-এর রাজনীতিসহ নানাবিধ প্রশ্নবিদ্ধ কার্যক্রমের ফলে দেশে নতুন সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির সম্ভবনা তৈরি হচ্ছে যা জুলাই অভ্যুত্থানের স্প্রিট পরিপন্থী।’
জাহিদুল ইসলাম আরো বলেন, ‘আপনারা জানেন, গতকাল (২৫ জানুয়ারি) উদ্দেশ্য প্রণোদিতভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির সেক্রেটারি রিয়াজুল ইসলামের সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার উদ্রেক হয়েছে সেটি খুবই দুঃখজনক। এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে ছাত্র সংগঠনগুলোর ঐক্যের পথকে সংকুচিত করে দিতে পারে। এর আগে আমরা লক্ষ্য করেছি, সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) একটি ছাত্র সংগঠনের একজন কর্মী নিজ বিভাগের কয়েকজনকে ছুরিকাঘাতের চেষ্টা করে ছাত্রশিবিরের ওপর দায় চাপানোর চেষ্টা করে। যদিও বিষয়টি প্রকাশিত হওয়ায় তিনি ফেসবুকে পোস্ট দিয়ে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান। আমরা লক্ষ্য করেছি, গতকাল ২৫ জানুয়ারি (শনিবার) গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ। এ ঘটনায় আমরা গভীর উদ্বিগ্ন।’
অবিলম্বে এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল।