আখাউড়া ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে নতুন করে ঘোষণা
সভাপতি শাহাব উদ্দিন,সাধারণ সম্পাদক নয়ন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৮, ১০:৩৬ PM
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটিকে বিলুপ্ত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার বিকালে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী যৌথ স্বাক্ষরে এক তথ্য বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে শাহাব উদ্দিন বেগ শাবলুকে সভাপতি এবং সাখাওয়াত হোসেন নয়নকে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেয়া হয়েছে।
এ ছাড়াও শেখ আশিকুর রহমানকে জৈষ্ঠ সহসভাপতি এবং সৈয়দ তানভীর শাহ, সৈয়দ যুবরাজ শাহ রাসেল ও তানভীর আহাম্মদকে সহসভাপতি পদে দায়িত্ব দেয়া হয়েছে। জৈষ্ঠ যুগ্ন সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে শেখ তজিবুর রহমান ও যুগ্ন সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেয়া হয়েছে শুন্ময় খানকে।
সাংগঠনিক সম্পাদকে দায়িত্ব দেয়া হয়েছে তিনজনকে। এরা হলেন- সালাউদ্দিন মিয়া, মেহেদী হাসান ও শাহাজাদা খাদেমকে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে- আখাউড়া উপজেলার বর্তমান কমিটিকে বিলুপ্ত করে সংগঠনের গতিশীল করার লক্ষে আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়েছে।