ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ করেনি ছাত্রশিবির

  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ করেছে ছাত্রশিবির— এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। 

ভিডিওটি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় নয়। তাছাড়া এটি শিবিরের সমাবেশ নয় বলেও জানা গেছে। ভিডিওটি ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং সেটি করেছেন শিক্ষার্থীরা।

ভিডিওটি নিয়ে এএফপির ফ্যাক্ট-চেকার কদরুদ্দিন শিশির ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি বলেছেন, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ‘লিল্লাহি তাকবির’ স্লোগান দেয়া নিয়ে আপত্তি জানানোর প্রতিবাদে এই কর্মসূচি করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা ১১টায় ক্যাম্পাসের বটতলা থেকে প্রতিবাদ র‌্যালি শুরু হয়। র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমাবেশ করে শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ