ইন্দোনেশিয়ায় ঈদুল আজহা ৬ জুন, বাংলাদেশেও কি একই তারিখ?
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ মে ২০২৫, ০৮:৫৭ PM , আপডেট: ২৯ মে ২০২৫, ০১:৫৩ AM

পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে জুন মাসের প্রথম সপ্তাহেই। ইতোমধ্যে ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে বিশ্বের ইন্দোনেশিয়া। জুন মাসের ৬ তারিখে ঈদুল আজহা উদ্যাপন করবে বলে আজ মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় এ তথ্য জানায় দেশটি। তবে বাংলাদেশে কি একই তারিখে ঈদুল আজহা উদ্যাপন হবে?
জানা গেছে, পবিত্র ঈদুল আজহা জুন মাসের প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে। তবে বাংলাদেশে ৬ জুন হবে নাকি ৭ জুন হবে, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। হিজরি ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে উদ্যাপিত হয়। ইতোমধ্যে ইন্দোনেশিয়া দেশ জুন মাসের ৬ তারিখকে ঈদুল আজহা ঘোষণা করেছে। আর মালয়েশিয়া ও ব্রুনাই ৭ জুন ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে।
মধ্যপ্রাচ্যে আজ জিলকদ মাসের ২৯তম দিন। ইতোমধ্যে সৌদি আরব জিলহজ মাসের চাঁদের সন্ধানে কমিটি মিটিংয়ে বসেছে। এ ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি জানিয়েছে, আজ চাঁদ দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই ২৮ মে জিলহজ মাস শুরু হলে ৬ জুন বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদ্যাপিত হতে পারে।
পাকিস্তানের জ্যোতির্বিদ ও সৌরবিজ্ঞানী ড. ফাহিম হাসমী জানিয়েছেন, ২৭ মে পাকিস্তানে নতুন চাঁদ দেখার সম্ভাবনা নেই। কারণ সে সময় চাঁদের বয়স হবে মাত্র ১১ ঘণ্টা। তবে ২৮ মে চাঁদের বয়স হবে ৩৫ ঘণ্টার বেশি, ফলে সেদিন চাঁদ দেখা যাবে বলে পূর্বাভাস দিয়েছেন তিনি।
সাধারণত সৌদি আরবের পরদিন বাংলাদেশসহ কয়েকটি দেশে ঈদ উদ্যাপন করা হয়। সে হিসাবে ৬ জুন সৌদি আরবে ঈদুল আজহা অনুষ্ঠিত হলে, পরেরদিন ৭ জুন বাংলাদেশে ঈদুল আজহা হতে পারে।
এদিকে ঈদুল আজহায় টানা ১০ দিন ছুটি ঘোষণা করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এতে ঈদুল আজহায় ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।