দেশে বেকার বেড়ে ২৭ লাখ ৩০ হাজার, এক বছরে সোয়া ৩ লাখ

বিবিএস
বিবিএস  © সংগৃহীত

দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা বেড়েই চলেছে। দেশে মোট বেকার জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ লাখ ৩০ হাজারে। রবিবার (১৮ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ (অক্টোবর-ডিসেম্বর) থেকে এ তথ্য জানা গেছে।  

জরিপ অনুযায়ী, ১৯তম আইসিএলএস অনুযায়ী গত ডিসেম্বরের শেষে দেশে বেকারের মোট সংখ্যা ২৭ লাখ ৩০ হাজার। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ২৪ লাখ।  অর্থাৎ এক বছরে বেকার জনগোষ্ঠীর  সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সোয়া ৩ লাখে।  

এতে আরও বলা হয়, দেশে নারীর চেয়ে পুরুষ বেকারের সংখ্যা বাড়ছে। বর্তমানে পুরুষ বেকারের সংখ্যা ১৯ লাখ ২০ হাজার আর নারী বেকারের  সংখ্যা ৮ লাখ ১০ হাজার। ১৩তম আইসিএলএস অনুযায়ী পুরুষের জন্য এই সংখ্যা ছিল ১৮ লাখ ১০ হাজার, অন্যদিকে,  নারী বেকারত্বের সংখ্যা ছিল ৮ লাখ। 

উল্লেখ্য, বিবিএসের সংজ্ঞা অনুযায়ী, বাংলাদেশে বেকার জনগোষ্ঠী মূলত তারাই, যারা গত সাত দিনে কমপক্ষে এক ঘণ্টাও কোনো কাজ করেনি, কিন্তু কাজ করার জন্য গত সাতদিন ও আগামী দুই সপ্তাহের জন্য প্রস্তুত ছিলেন এবং গত ৩০ দিনে বেতন বা মজুরি বা মুনাফার বিনিময়ে কোনো না কোনো কাজ খুঁজেছেন।


সর্বশেষ সংবাদ